যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াবে না ব্রাজিল

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৮

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ব্রাজিল সরকারের প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহা মঙ্গলবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ানোর কোনও ইচ্ছা তাদের নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর মন্ত্রী এ কথা বলেন।

ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কানাডার পর ব্রাজিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম ইস্পাত রপ্তানিকারক দেশ। ব্রাজিল ২০২৪ সালে ৪.০৮ মিলিয়ন টন ধাতু সরবরাহ করেছে।

মন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহা সাংবাদিকদের বলেন, সরকার এ বিষয়ে মোটেও আলোচনা করেনি। তবে, বাণিজ্যিক অচলাবস্থার বিরোধিতা করেছেন। সাংবাদিকরা শুল্ক আরোপে পাল্টা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনও বাণিজ্য যুদ্ধে জড়াবে না ব্রাজিল এবং উৎসাহিত করবে না। তবে, এটি গত মাসে প্রেসিডেন্ট  লুইজ ইনাসিও লুলা দা সিলভার করা মন্তব্যের বিপরীতে এ মন্তব্য করলেন তিনি।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গত মাসে বলেন, ট্রাম্প যদি ব্রাজিলের পণ্যের উপর শুল্ক আরোপ করেন তাহলে প্রতিশোধমূলক পাল্লাটা ব্যবস্থা নেবে ব্রাজিল।

৭৯ বছর বয়সী লুলা বলেন, এটা খুবই সহজ, যদি তিনি ব্রাজিলের পণ্যের উপর কর আরোপ করেন, তাহলে ব্রাজিলও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি করা পণ্যের উপর কর আরোপ করতে আগ্রহী। 

লুলা বলেন, তিনি "মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উন্নত করতে" এবং চীনের পর ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে পছন্দ করেন।

ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদ্দাদ বলেন, ট্রাম্পের আরোপিত একতরফা শুল্ক "বিশ্ব অর্থনীতির উন্নতির জন্য বিপরীতমুখী।"

তবে তিনি বলেন, এই নতুন শুল্ক কেবল ব্রাজিলকেই লক্ষ্য করে না। বরং পুরো বিশ্বকে লক্ষ্য করে। 

তিনি বলেন, ট্রাম্পের প্রতিক্রিয়া কীভাবে জানাবে তা সিদ্ধান্ত নেওয়ার আগে ব্রাজিল অন্যান্য দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানায় তা দেখার জন্য অপেক্ষা করছে।

ট্রাম্প তার প্রথম মেয়াদে মার্কিন উৎপাদকদের অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি হতে বাধা দেওয়ার জন্য একই ধরণের ইস্পাত শুল্ক আরোপ করেছিলেন। তবে, আমদানি কোটাতে সম্মত হওয়ার পরে ব্রাজিলকে শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছিল।

এজিএল কার্গো রপ্তানি কোম্পানির প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিভাগের পরিচালক জ্যাকসন ক্যাম্পোস এএফপিকে বলেন, ব্রাজিল প্রতিশোধের পরিবর্তে কূটনীতির পথ বেছে নিতে পারে। তিনি বলেন, কূটনীতির মাধ্যমে আলোচনা করা হবে অন্যতম বিকল্প। 

ব্রাজিলে আমেরিকার চেম্বার অফ কমার্স এক বিবৃতিতে বলেছে, তারা "আলোচনামূলক সমাধান" আশা করছে কারণ ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর আরোপিত শুল্ক এই খাতে ব্রাজিলের রপ্তানিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে।"

এতে বলা হয়েছে, ২০২৪ সালে, ব্রাজিল ৫.৭ বিলিয়ন ডলারেরও বেশি ইস্পাত এবং লোহা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে, যা ব্রাজিলের রপ্তানির প্রধান গন্তব্য। একই বছরে, ব্রাজিল আমেরিকার বাজারে ২৬৭ মিলিয়ন ডলারের অ্যালুমিনিয়াম রপ্তানি করেছে, যা ব্রাজিলের বিশ্বব্যাপী বিক্রয়ের ১৬.৭ শতাংশের সমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০