ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হাতে আটক বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একজন কর্মীর মৃত্যুর নিন্দা এবং এই দুর্ভাগ্যজনক এ ট্র্যাজেডির তদন্তের আহ্বান জানিয়েছেন। দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ডব্লিউএফপির কর্মচারিকে একজন ইয়েমেনি কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ২৩ জানুয়ারি থেকে স্থানীয় কর্তৃপক্ষ তাকে নির্বিচারে আটক করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি।
গুতেরেস এক বিবৃতিতে বলেন, এই দুঃখজনক ট্র্যাজেডির পরিস্থিতি এখনও অস্পষ্ট। জাতিসংঘ জরুরি ভাবে হুথি ডি-ফ্যাক্টো কর্তৃপক্ষের কাছ থেকে ব্যাখ্যা চাইছে।
"আমি অবিলম্বে, স্বচ্ছ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানাচ্ছি।"
ডব্লিউএফপি জানিয়েছে, ওই কর্মচারি ২০১৭ সাল থেকে জাতিসংঘে কাজ করছিলেন এবং স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।
সংস্থাটি এক্স-এ বলেছে, উত্তর ইয়েমেনে আটক থাকা অবস্থায় একজন কর্মীর মৃত্যুতে ডব্লিউএফপি শোকাহত এবং ক্ষুব্ধ।
এ বছর হুথিদের শক্ত ঘাঁটি ইয়েমেনের সাদা অঞ্চলে বিদ্রোহীরা একাধিক কর্মীকে আটক করার পর সোমবার জাতিসংঘ সেখানে তাদের কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে।
ইরান-সমর্থিত হুথিরা জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থার কয়েক ডজন কর্মীকে গ্রেপ্তার করে। তাদের বেশিরভাগই ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে আটক করা হয়েছে।
শুধুমাত্র জানুয়ারি মাসেই বিদ্রোহীরা আটজন জাতিসংঘ কর্মীকে আটক করে। যার মধ্যে সাদায় ছয়জনও ছিলেন। জুন থেকে আটক কয়েক ডজন এনজিও এবং জাতিসংঘ কর্মীর সাথে যুক্ত হয়েছে।
হুথিরা দাবি করেছে, জুনে গ্রেপ্তারকৃতদের মধ্যে এক আমেরিকান-ইসরাইলি গুপ্তচর ছিল। যারা মানবাধিকার সংস্থাগুলোর আড়ালে কাজ করছে।
জাতিসংঘের মানবাধিকার অফিস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের মতে, এক দশকের যুদ্ধ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে।