ফিলিস্তিনিদের স্থানান্তর আরব বিশ্বের কাছে ‘গ্রহণযোগ্য নয়’: আরব লীগ প্রধান

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৫

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত বুধবার গাজা ভূখণ্ড ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনীদের যে কোনও স্থানান্তর বা বাস্তুচ্যুতির বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং এটিকে এই অঞ্চলের জন্য ‘গ্রহণযোগ্য নয়’ বলে অভিহিত করেছেন।

তিনি দুবাইতে বিশ্ব সরকারগুলোর শীর্ষ সম্মেলনে বলেন, ‘আজকের গাজার ওপর দৃষ্টি দেওয়া হচ্ছে এবং আগামীকাল পশ্চিম তীরের দিকেও দৃষ্টি দেওয়া হবে-যার লক্ষ্য ফিলিস্তিন থেকে তার আসল বাসিন্দাদের খালি করা।’

আহমেদ আরো বলেন, ‘আরব বিশ্বের কাছে এটি গ্রহণযোগ্য নয়। আরবরা গত ১০০ বছর ধরে এই ধারণার বিরুদ্ধে লড়াই করে আসছে।’

আবুল গেইত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার বিষয়ে এ মন্তব্য করেন।

ট্রাম্পের এই পরিকল্পনাকে আরব বিশ্বে ব্যাপকভাবে নিন্দা করা হয়েছে। দুবাই থেকে এএফপি একথা জানিয়েছে।
তিনি আরো বলেন, ‘১০০ বছর ধরে এর বিরুদ্ধে প্রতিরোধ করার পর, আমরা আরবরা এখন কোনও ভাবেই আত্মসমর্পণ করতে রাজি নই। কারণ আমরা কোনও রাজনৈতিক, সামরিক বা সাংস্কৃতিক পরাজয়ের মুখোমুখি হইনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ বিজ্ঞানীদের গবেষণায় পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ স্থান হতে পারে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
আবুধাবিতে শেষ হলো ট্রাম্পের গালফ সফর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি
এভারেস্ট জয়ের ৫০ বছর: হাজারতম নারী আরোহণের দ্বারপ্রান্তে
শেরপুরে লোকালয় থেকে উদ্ধারকৃত সজারু বনে অবমুক্ত
মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
রেললাইন সংলগ্ন এলাকায় হাট বসানো যাবে না
আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
কাল একই দিনে পুনরায় শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল
জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করতে হবে: ডা. শফিকুর রহমান
১০