জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিলেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৪:২৯ আপডেট: : ০১ মার্চ ২০২৫, ১৬:৪৯

ঢাকা, ১ মার্চ, ২০২৫ (বাসস) : রাশিয়ার সঙ্গে শান্তির জন্য প্রস্তুত না হওয়ায় ওভাল অফিসের গতকালের আলোচনায় অনেক হৈ চৈ চিৎকারের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কির উপর ক্ষোভ প্রকাশ করেন এবং ইউক্রেনীয় এই নেতাকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এই অত্যাশ্চর্য বিতর্কের পর ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে হিমশিম খাচ্ছেন। রাশিয়ার আক্রমণ থেকে বেঁচে থাকার ক্ষমতা হঠাৎ করেই সন্দেহের মুখে পড়েছে। কারণ, জেলেনস্কি খনিজ চুক্তি ছাড়াই চলে যান। এটিকে মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে বৈঠকটি দ্রুত একটি প্রকাশ্য ‘বৈরী তর্ক-বিতর্কে’ পরিণত হয়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম জেলেনস্কিকে ইউক্রেন সংঘাতের অবসানে আলোচনায় ‘অকৃতজ্ঞতা এবং অনিচ্ছার’ জন্য অভিযুক্ত করেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কির প্রতি চিৎকার করে বলেন, তিন বছরের যুদ্ধে মার্কিন সাহায্যের জন্য তিনি ‘কৃতজ্ঞ’ নন।

এ সময় জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি ‘যথেষ্ট সম্মান ও কৃতজ্ঞতা’ দেখাতে ব্যর্থ হয়েছেন বলে ট্রাম্প মন্তব্য করলে জেডি ভ্যান্সও তর্কে যোগ দেন।

জেলেনস্কিকে এই কথা জানিয়ে ট্রাম্প বলেন, মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেন রাশিয়ার দখলে যেতো।

তিনি বলেন, ‘আপনার কাছে এখন যথেষ্ট কার্ড নেই,’ ‘আপনি হয় একটি চুক্তি করবেন, নয়তো আমরা বেরিয়ে আসবো এবং যদি আমরা বেরিয়ে আসি, তাহলে আপনি এটির সঙ্গে লড়াই করবেন এবং আমার মনে হয় না এটি ভাল হবে।

বৈঠকটি তিক্ত হয়ে ওঠে যখন ট্রাম্প জেলেনস্কিকে বলেন, তাকে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে হবে। এরপর ইউক্রেনীয় নেতা এর বিরুদ্ধে জোরালো মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা উচিত।

এর কিছুক্ষণ পরেই জেলেনস্কি চলে যান। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তিনি যখন শান্তির জন্য প্রস্তুত থাকবেন তখন তিনি ফিরে আসতে পারেন।

মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, জেলেনস্কিকে ট্রাম্পেরে উর্ধ্বতন কর্মকর্তারা চলে যেতে বলেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘উত্তপ্ত' বৈঠকের পর পরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাকৃতিক সম্পদ নিয়ে চুক্তিতে সইও করেননি।

জেলেনস্কি, তার পক্ষ থেকে, ফক্স নিউজের সঙ্গে পরবর্তী সাক্ষাৎকারে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০