ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) : রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজন বিশিষ্ট তিউনিসিয়ান বিরোধী নেতার বিচার মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সমালোচক এবং মানবাধিকার সংস্থাগুলো এটিকে অন্যায্য এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা করেছে।
তিউনিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এই মামলায় প্রায় ৪০ জন প্রভাবশালী আসামির নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে সাবেক কূটনীতিক, রাজনীতিবিদ, আইনজীবী এবং গণমাধ্যম ব্যক্তিত্বও রয়েছেন। যাদের মধ্যে কেউ কেউ প্রেসিডেন্ট কাইস সাইদের কট্টর সমালোচক ছিলেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে সাইদ তাদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার পর অনেককে আটক করা হয়েছে।
আইনজীবীদের মতে, এই গোষ্ঠীটির বিরুদ্ধে ’রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র’ এবং ’একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত থাকার’ অভিযোগ রয়েছে। ফলে, তাদের বড় ধরনের শাস্তি হতে পারে।
আরব বসন্তের পর তিউনিসিয়া একমাত্র গণতন্ত্র হিসেবে আবির্ভূত হওয়ার পর ২০১৯ সালে সাইদ নির্বাচিত হন।