মারাত্মক অস্থিরতার পর দামেস্কের শহরতলিতে সিরীয় বাহিনী মোতায়েন : রাষ্ট্রীয় গণমাধ্যম

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৩:৪৯

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুরুজ বন্দুকধারীদের সাথে মারাত্মক সংঘর্ষের পর রোববার দামেস্কের একটি শহরতলিতে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের বাহিনী মোতায়েন করা হয়েছে। 

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

একজন যুদ্ধ পর্যবেক্ষকের মতে, রাজধানীর বেশিরভাগ দুরুজ এবং খ্রিস্টান অধ্যুষিত শহরতলির জারামানায় শুক্রবার একটি চেকপয়েন্টে মারাত্মক গুলিবর্ষণের ঘটনা ঘটে। যার একদিন পর নিরাপত্তা বাহিনী এবং এলাকাটি রক্ষার দায়িত্বে নিযুক্ত স্থানীয় বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষ হয়। 

সরকারি সংবাদ সংস্থা সানার এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার স্থানীয় নিরাপত্তা প্রধান হোসাম তাহাহান বলেছেন যে জারামানায় ’বিশৃঙ্খলা এবং অবৈধ চেকপয়েন্ট’ বন্ধ করার জন্য আমাদের বাহিনী মোতায়েন শুরু করেছে। 

শুক্রবার একটি চেকপয়েন্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মচারীকে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অপরাধীরা আত্মসমর্পণ করতে ’অস্বীকৃতি’ জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, শনিবারের সংঘর্ষে আরো একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদের উৎখাতের পর সিরিয়া জুড়ে নিরাপত্তা পুনরুদ্ধার এবং বজায় রাখা নতুন কর্তৃপক্ষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি।

উত্তেজনা আরো বাড়িয়ে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ শনিবার নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন কর্তৃপক্ষকে ’দুরুজদের’ ক্ষতি না করার জন্য একটি সতর্কবার্তা জারি করেছেন। যারা লেবানন, ইসরাইল এবং ইসরাইলি-অধিকৃত গোলান হাইটসেও বাস করে।

৫৬ বছর বয়সী জারামানার বাসিন্দা সালাহ আব্দুলরাজাক আল-আমেদ ইসরাইলি মন্তব্যকে ’উস্কানিমূলক এবং তাড়াহুড়োপূর্ণ বক্তব্য’ বলে অভিহিত করেছেন যার লক্ষ্য ’জনগণের কিছু অংশকে মেরুকরণ’ করা।

৫৩ বছর বয়সী ইসা আব্দুলহাক বলেন, ’ইসরাইল যা খুশি তাই ঘোষণা করতে পারে...তারা কেবল নিজেদের সাথে কথা বলছে।’

সিরিয়ার জনসংখ্যার প্রায় তিন শতাংশ দুরুজ, তারা মূলত দেশটির যুদ্ধের সময় পাশেই ছিল।

তাহহান বলেন, নতুন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে শহরতলির জারামানার বাসিন্দাদের কাছ থেকে ’দুর্দান্ত সহযোগিতা’ পাওয়া গেছে।

জারামানার দুরুজ নেতারা এক বিবৃতিতে বলেন, তারা ’সকল অপরাধী এবং আইন বহির্ভূতদের থেকে সুরক্ষা প্রত্যাহার করবেন’ এবং সর্বশেষ সহিংসতার জন্য দায়ী প্রমাণিত যে কাউকে ’বিচারের মুখোমুখি’ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জারামানাই ছিল প্রথম অঞ্চলগুলোর মধ্যে একটি যেখানে আসাদের পতনের প্রাক্কালে বাসিন্দারা তার বাবা, প্রাক্তন  প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের একটি মূর্তি ভেঙে ফেলে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০