ইউক্রেনের নেতা হিসেবে আমাকে সরানো সহজ হবে না : জেলেনস্কি

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৪:৪৭

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার ব্রিটিশ গণমাধ্যমকে বলেছেন, দেশটির প্রেসিডেন্ট হিসেবে তার স্থলাভিষিক্ত হওয়া কারো জন্য সহজ হবে না। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ন্যাটোর সদস্যপদের বিনিময়ে তিনি তার পদত্যাগের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে শুক্রবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কিত বৈঠকের পর মার্কিন রিপাবলিকানরা জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে বলে অনুমান করেছিলেন।

জেলেনস্কি ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে তারা যদি আমাকে সরাতে চায়, তবে তা সহজ হবে না। 

তিনি বলেন, শুধু নির্বাচন আয়োজন করাই যথেষ্ট নয়। আপনার দরকার আমাকেও প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা। এটা কঠিন হবে। মনে হচ্ছে, আমার সঙ্গে আপনাদের মধ্যস্থতা করতে হবে। ন্যাটোর সদস্যপদ লাভের মাধ্যমেই আমার মিশন সম্পন্ন হবে।

ওভাল অফিসে বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বদ্বে জড়িয়ে জেলেনস্কি ইউক্রেনের খনিজ সম্পদের বিষয়ে চুক্তিতে স্বাক্ষর ছাড়াই হোয়াইট হাউস ত্যাগ করেন। 

ইউক্রেন নিয়ে লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন চলছে। 

এদিকে, রোববার রিপাবলিকান কর্মকর্তারা একটি নিউজ প্রোগ্রামে উপস্থিত হয়ে, ‘জেলেনস্কি যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন রাশিয়ার সঙ্গে কোনো চুক্তি হতে পারে কি না’- এমন প্রশ্ন তোলেন।

জেলেনস্কি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। তবে ওয়াশিংটনের নেতৃত্বাধীন জোট ন্যাটো এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক।

ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারে- এমন আশঙ্কা থেকেই তিন বছর আগে দেশটিতে আক্রমণ করেছিল রাশিয়া। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০