ইরান অক্ষের বিরুদ্ধে ‘কাজ শেষ করার' লক্ষ্যে অস্ত্র সরবরাহের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৪:৪৯

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : পূর্ববর্তী প্রশাসন কর্তৃক আটকে রাখা অস্ত্র পাঠানোর জন্য রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ‘ইরানের সন্ত্রাসী অক্ষের বিরুদ্ধে কাজ শেষ করতে’ এসব অস্ত্র সাহায্য করবে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরান, তার পারমাণবিক কর্মসূচি এবং তার প্রক্সিগুলোর বিরুদ্ধে বিরোধিতা প্রকাশ করে আসছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সাথে ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় লড়াই করছে।

নেতানিয়াহু ইংরেজিতে এক ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প হলেন হোয়াইট হাউসে ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু।’ আমাদের আটকে রাখা সমস্ত অস্ত্র পাঠিয়ে তা দেখিয়েছেন। এইভাবে তিনি ইসরাইলকে ইরানের সন্ত্রাস অক্ষের বিরুদ্ধে কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিচ্ছেন।’

গত মাসে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সাথে এক সংবাদ সম্মেলনে ইসরাইলি নেতা একই রকম মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পেলে ইসরাইল ইরানের বিরুদ্ধে ‘কাজ শেষ করবে’।

তেহরানকে তার ‘প্রতিরোধের অক্ষ’ হিসেবে বর্ণনা করে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীসহ ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোটবদ্ধের কথা উল্লেখ করে নেতানিয়াহু সেই সময় বলেছিলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ‘ইরানের সন্ত্রাসী অক্ষের ওপর প্রচন্ড আঘাত হেনেছে।’

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’-এর নীতি পুনর্বহাল করেছেন, যা তার প্রথম মেয়াদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

মার্কিন নেতা ইসরাইলের প্রতি তার অটল সমর্থনও প্রকাশ করেছেন। গত মাসে তিনি হোয়াইট হাউস সফরকারি প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানান।

সাবেক প্রেসিন্টে জো বাইডেনের অধীনে আরোপিত আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে শনিবার রুবিও বলেন, তিনি ইসরাইলকে প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ত্বরান্বিত করার জন্য একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০