সিরিয়ায় ভয়াবহ হামলার পর লাটাকিয়ায় অভিযান শুরু : রাষ্ট্রীয় গণমাধ্যম

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৫:২৯

ঢাকা, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত কিছু মিলিশিয়ার অতর্কিত হামলায় দুই জন নিহত হওয়ার পর সে দেশের সৈন্যরা উপকূলীয় শহর লাটাকিয়ায় নিরাপত্তা অভিযান শুরু করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার এই খবর জানায়।

নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে, আসাদের মিলিশিয়া বাহিনীর ক্ষুদ্র একটি অংশ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে লাটাকিয়ায় দাতুর জেলায় সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই সদস্যকে হত্যা করে।

দামেস্ক থেকে এএফপি এই খবর জানিয়েছে।

লাটাকিয়া প্রদেশটি হচ্ছে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের ও পরিবারের শক্তিশালী ঘাঁটি।

সানার বিবৃতিতে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ লাটাকিয়া জেলায় ব্যাপকভাবে নিরাপত্তা অভিযান শুরু করেছে এবং আসাদের মিলিশিয়াদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

সিরিয়ার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক দল জানিয়েছে, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা টহল দলের ওপর হামলাকারী বন্দুকধারীদের সন্ধানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সৈন্য ও সাঁজোয়া যান নিয়ে তল্লাশী চালাচ্ছে’।
গত বছরের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর সিরিয়াব্যাপী নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা ও বজায় রাখা নতুন সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০