পোপের অবস্থা আশঙ্কাজনক

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৫:৪২

ঢাকা, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : ফুসফুস সংক্রমণের কারণে পোপ ফ্রান্সিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভ্যাটিকান একথা জানিয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

রোম থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। 

ব্রঙ্কাইটিস ধরা পড়ায় ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সী পোপকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। ব্রঙ্কাইটিসের কারণে উভয় ফুসফুসে নিউমোনিয়া দেখা দেয়।  পোপের অসুস্থতায় বিশ্বজুড়ে খ্রিষ্ট ধর্মের মানুষ উদ্বিগ্ন।

ভ্যাটিকান থেকে সন্ধ্যার আপডেটে জানানো হয়, সোমবার পোপের শ্বাসযন্ত্র প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

শ্বাসযন্ত্রের অকার্যকরতার কারণে পোপের মৃত্যুও হতে পারে। কারণ, এই অবস্থায় ফুসফুস রক্তে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না অথবা শরীরে কার্বন ডাই অক্সাইড জমা হয়।

জেসুইটকে জেমেলির ১০ তলায় পোপদের জন্য সংরক্ষিত একটি বিশেষ স্যুটে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ভ্যাটিকান জানিয়েছে যে, এখান থেকেই তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন।

জর্জ বার্গোগলিওর জন্মগ্রহণকারী ফ্রান্সিস অসুস্থতার কারণে টানা তৃতীয় রোববার ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাসের প্রার্থনায় অংশ নিতে পারেননি। 

ভ্যাটিকান কর্তৃপক্ষ একটি লিখিত বার্তা দিয়েছে।

এতে পোপ শুভাকাঙ্ক্ষীদের তাদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আপনাদের সকলের স্নেহ ও ঘনিষ্ঠতা অনুভব করছি এবং এই বিশেষ সময়ে আমার মনে হচ্ছে, যেন ঈশ্বরের সকল ভক্ত আমাকে সমর্থন করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০