আয়ারল্যান্ড ইউক্রেন 'প্রতিরোধ' বাহিনীতে অংশ নেবে না : আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:২২

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) :  আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বুধবার বলেছেন, ইউক্রেন 'প্রতিরোধ' বাহিনীতে আইরিশ সৈন্যদে অংশগ্রহণের জন্য পাঠানো হবে না, তবে শান্তিরক্ষা দলে অংশগ্রহণের জন্য তার দেশ উন্মুক্ত বলে তিনি জানান। লন্ডন থেকে এএফপি এখবর জানায়। 

লিভারপুলে আইরিশ-ব্রিটিশ শীর্ষ সম্মেলনে মার্টিন সাংবাদিকদের বলেন, "যদি একটি যুদ্ধবিরতি হয় বা যদি শত্রুতা বন্ধ হয়, আয়ারল্যান্ড সবসময় শান্তিরক্ষার জন্য উন্মুক্ত রয়েছে, কিন্তু আমরা একটি প্রতিরোধ বাহিনীর অংশ হব না।"

তিনি জোর দিয়ে বলেন, " দুটি ভিন্ন এবং স্বতন্ত্র সমস্যা।”

ফ্রান্স এবং যুক্তরাজ্য বলেছে, দেশদুটি মার্কিন সমর্থনে সম্ভাব্য যুদ্ধবিরতি রক্ষা নিশ্চিত করতে ইউক্রেনে সেনা মোতায়েন করতে প্রস্তুত।

তবে, তারা এই সৈন্যদের সুনির্দিষ্ট ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানায়নি।

গত বৃহস্পতিবার, আয়ারল্যান্ডে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর মার্টিন বলেন,   তিনি শান্তিরক্ষা মিশনে তার দেশের অংশগ্রহণের প্রস্তাব করেছেন।

আয়ারল্যান্ড ন্যাটো সদস্য নয়, তবে দেশটির সেনাবাহিনীর প্রায় ৮,৫০০ সদস্য প্রায়ই আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দিয়েছে ।  

তবে, বর্তমান ভূ-রাজনৈতিক উত্থানের মুখে, আইরিশ সরকার "ট্রিপল লক" নামে একটি ব্যবস্থাকে নির্মূল করার তার অভিপ্রায় ঘোষণা করেছে, যার জন্য তার সামরিক বাহিনীকে বিদেশে মোতায়েন করার জন্য জাতিসংঘের অনুমোদন প্রয়োজন।

সমস্যাটি রাজনৈতিকভাবে সংবেদনশীল, বিরোধী দলগুলো ট্রিপল লককে আইরিশ নিরপেক্ষতার ভিত্তি হিসেবে বিবেচনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
১০