ম্যাক্রোঁর ভাষণ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন: রাশিয়া 

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৮:২৭

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ফ্রান্সের পারমাণবিক ছাতা প্রসারিত করা প্রসঙ্গে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভাষণের সমালোচনা করেছে রাশিয়া। 

বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রাশিয়াকে ‘ফ্রান্স ও ইউরোপের জন্য হুমকি’ বলে অভিহিত করেন। 

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ইউক্রেন সংঘাতের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন করায় ফরাসিরা ‘আইনতভাবে উদ্বিগ্ন’।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ম্যাক্রোঁ সম্পর্কে বলেন, প্রতিদিন তিনি একেবারে পরস্পরবিরোধী কিছু বক্তব্য দেন, যা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। 

জাখারোভা তাকে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের রূপকথার একজন পৌরাণিক প্রাণী ওলে লুকোজের সঙ্গে তুলনা করেছেন, যিনি ঘুমন্ত শিশুদের ওপর ছাতা ধরে থাকেন।

জাখারোভা বলেন, আমি এই সব শুনেছি। তার দিকে তাকিয়ে বুঝতে পেরেছি যে, তিনি আমাকে কার কথা মনে করিয়ে দিচ্ছেন- পারমাণবিক ওলে লুকোজের।

জার্মানির পরবর্তী সম্ভ্যাব্য চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সের সঙ্গে ফোনে কথা বলার পর ম্যাক্রোঁ বলেন, তিনি অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা সম্প্রসারণের বিষয়ে বিতর্ক শুরু করবেন। এই আলোচনায় তিনি সুরক্ষার ছাতা প্রসারিত করার বিষয়ে আলোচনা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০