ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১, নিখোঁজ ৭

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৬:২৯
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধস। ছবি: সংগৃহীত

ঢাকা, ৭ মার্চ, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় বন্যা ও ভূমিধসে একজন নিহত হয়েছে। ওই দুর্যোগে আরো সাতজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জাকার্তা থেকে এএফপি এ খবর জানায়।

এই সপ্তাহে রাজধানী জাকার্তা এবং এর আশেপাশের নগরগুলোয় মুষলধারে বৃষ্টিপাতের ফলে হাজার-হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

তবে বৃহস্পতিবার পার্শ্ববর্তী পশ্চিম জাভা প্রদেশে খারাপ আবহাওয়া অব্যাহত ছিলো। প্রদেশটির সুকাবুমি জেলার বেশিরভাগ অংশে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্কুল ও হাসপাতালসহ শত-শত সরকারি স্থাপনা প্লাবিত হয়েছে।

স্থানীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, একটি শিশুর মৃতদেহ পাওয়া গেছে এবং তিনটি পৃথক জেলায় সাতজন এখনও নিখোঁজ রয়েছে।

সংস্থার মুখপাত্র আন্দ্রে সেতিয়াওয়ান এএফপিকে বলেন, ‘দীর্ঘদিন ধরে চলমান তীব্র আবহাওয়া ও প্রবল বর্ষণের কারণে এই দুর্যোগ ঘটেছে।’ তিনি বলেন, জেলার অন্তত ১৮টি শহর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ শতাধিক মানুষকে উঁচু স্থানে সরিয়ে নিতে হয়েছে।

ইন্দোনেশিয়ায় সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভূমিধসের ঝুঁকি থাকে।

জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়ের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঝোড়ো হাওয়া দেখা দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০