ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১, নিখোঁজ ৭

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৬:২৯
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধস। ছবি: সংগৃহীত

ঢাকা, ৭ মার্চ, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় বন্যা ও ভূমিধসে একজন নিহত হয়েছে। ওই দুর্যোগে আরো সাতজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জাকার্তা থেকে এএফপি এ খবর জানায়।

এই সপ্তাহে রাজধানী জাকার্তা এবং এর আশেপাশের নগরগুলোয় মুষলধারে বৃষ্টিপাতের ফলে হাজার-হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

তবে বৃহস্পতিবার পার্শ্ববর্তী পশ্চিম জাভা প্রদেশে খারাপ আবহাওয়া অব্যাহত ছিলো। প্রদেশটির সুকাবুমি জেলার বেশিরভাগ অংশে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্কুল ও হাসপাতালসহ শত-শত সরকারি স্থাপনা প্লাবিত হয়েছে।

স্থানীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, একটি শিশুর মৃতদেহ পাওয়া গেছে এবং তিনটি পৃথক জেলায় সাতজন এখনও নিখোঁজ রয়েছে।

সংস্থার মুখপাত্র আন্দ্রে সেতিয়াওয়ান এএফপিকে বলেন, ‘দীর্ঘদিন ধরে চলমান তীব্র আবহাওয়া ও প্রবল বর্ষণের কারণে এই দুর্যোগ ঘটেছে।’ তিনি বলেন, জেলার অন্তত ১৮টি শহর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ শতাধিক মানুষকে উঁচু স্থানে সরিয়ে নিতে হয়েছে।

ইন্দোনেশিয়ায় সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভূমিধসের ঝুঁকি থাকে।

জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়ের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঝোড়ো হাওয়া দেখা দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
১০