ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১, নিখোঁজ ৭

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৬:২৯
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধস। ছবি: সংগৃহীত

ঢাকা, ৭ মার্চ, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় বন্যা ও ভূমিধসে একজন নিহত হয়েছে। ওই দুর্যোগে আরো সাতজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জাকার্তা থেকে এএফপি এ খবর জানায়।

এই সপ্তাহে রাজধানী জাকার্তা এবং এর আশেপাশের নগরগুলোয় মুষলধারে বৃষ্টিপাতের ফলে হাজার-হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

তবে বৃহস্পতিবার পার্শ্ববর্তী পশ্চিম জাভা প্রদেশে খারাপ আবহাওয়া অব্যাহত ছিলো। প্রদেশটির সুকাবুমি জেলার বেশিরভাগ অংশে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্কুল ও হাসপাতালসহ শত-শত সরকারি স্থাপনা প্লাবিত হয়েছে।

স্থানীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, একটি শিশুর মৃতদেহ পাওয়া গেছে এবং তিনটি পৃথক জেলায় সাতজন এখনও নিখোঁজ রয়েছে।

সংস্থার মুখপাত্র আন্দ্রে সেতিয়াওয়ান এএফপিকে বলেন, ‘দীর্ঘদিন ধরে চলমান তীব্র আবহাওয়া ও প্রবল বর্ষণের কারণে এই দুর্যোগ ঘটেছে।’ তিনি বলেন, জেলার অন্তত ১৮টি শহর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ শতাধিক মানুষকে উঁচু স্থানে সরিয়ে নিতে হয়েছে।

ইন্দোনেশিয়ায় সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভূমিধসের ঝুঁকি থাকে।

জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়ের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঝোড়ো হাওয়া দেখা দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০