মাস্ক-রুবিও’র বিতর্কে জড়ানোর কথা অস্বীকার ট্রাম্পের 

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:৪৫ আপডেট: : ০৮ মার্চ ২০২৫, ১১:৪৪

ঢাকা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই বিতর্কে জড়িয়ে পড়েছেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তাদের মধ্যে বাকবিতণ্ডা বেঁধে যায়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, সংবাদকর্মীরা অতিরঞ্জিত করেছেন।

নিউইয়র্ক টাইমস-এর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

এএফপি জানিয়েছে, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই অনেকটা পর্যবেক্ষক হিসেবে ছিলেন, তারা মাস্ক ও রুবিওর বিতর্কে যোগ দেননি। মাস্ক ও রুবিও’র দ্বন্দ্বের খবর প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মাস্ক রুবিওর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি তার বিভাগের কাউকে ছাঁটাই করেননি। এর জবাবে রুবিও বলেছেন, এই অভিযোগ সত্যি নয়। 

তিনি বলেছেন, পররাষ্ট্র দপ্তরের দেড় হাজারেরও বেশি কর্মী সব ধরনের সুযোগ সুবিধাসহ আগাম অবসরে গেছেন।

এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ট্রাম্প এবং রুবিওকে বলেছেন, মাস্ক ভালো কাজ করছে। এর আগে বৈঠকের আগে ট্রাম্প মন্ত্রিসভায় বলেছেন, তারা তাদের সংস্থাগুলোর প্রধান; ইলন মাস্ক নন।

মাস্ক-রুবিওর দ্বন্দ্বের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাইলে কেউ কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে এবিসি নিউজ।

তবে মাস্ক-রুবিও’র মধ্যে কোনো দ্বন্দ্ব হয়নি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, তাদের কোনো দ্বন্দ্ব হয়নি। আমি সেখানে ছিলাম। আপনারই অযথা ঝামেলা তৈরি করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
১০