মাস্ক-রুবিও’র বিতর্কে জড়ানোর কথা অস্বীকার ট্রাম্পের 

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:৪৫ আপডেট: : ০৮ মার্চ ২০২৫, ১১:৪৪

ঢাকা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই বিতর্কে জড়িয়ে পড়েছেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তাদের মধ্যে বাকবিতণ্ডা বেঁধে যায়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, সংবাদকর্মীরা অতিরঞ্জিত করেছেন।

নিউইয়র্ক টাইমস-এর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

এএফপি জানিয়েছে, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই অনেকটা পর্যবেক্ষক হিসেবে ছিলেন, তারা মাস্ক ও রুবিওর বিতর্কে যোগ দেননি। মাস্ক ও রুবিও’র দ্বন্দ্বের খবর প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মাস্ক রুবিওর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি তার বিভাগের কাউকে ছাঁটাই করেননি। এর জবাবে রুবিও বলেছেন, এই অভিযোগ সত্যি নয়। 

তিনি বলেছেন, পররাষ্ট্র দপ্তরের দেড় হাজারেরও বেশি কর্মী সব ধরনের সুযোগ সুবিধাসহ আগাম অবসরে গেছেন।

এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ট্রাম্প এবং রুবিওকে বলেছেন, মাস্ক ভালো কাজ করছে। এর আগে বৈঠকের আগে ট্রাম্প মন্ত্রিসভায় বলেছেন, তারা তাদের সংস্থাগুলোর প্রধান; ইলন মাস্ক নন।

মাস্ক-রুবিওর দ্বন্দ্বের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাইলে কেউ কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে এবিসি নিউজ।

তবে মাস্ক-রুবিও’র মধ্যে কোনো দ্বন্দ্ব হয়নি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, তাদের কোনো দ্বন্দ্ব হয়নি। আমি সেখানে ছিলাম। আপনারই অযথা ঝামেলা তৈরি করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০