আর্জেন্টিনায় বন্যায় ৬ জনের মৃত্যু, শতাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৩:০৬

ঢাকা, ৮ মার্চ, ২০২৫ (বাসস ডেস্ক) : আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় শুক্রবার প্রবল বৃষ্টিপাতের ফলে বাড়িঘর ও হাসপাতাল প্লাবিত হয়েছে, রাস্তাঘাট ধ্বংস হয়েছে এবং কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। বুয়েনোস আইরেস থেকে এএফপি এ খবর জানায়।

আট ঘণ্টার অবিরাম বৃষ্টিপাতের ফলে সাড়ে তিন লাখ বাসিন্দার শহরটি মূলত পানির নিচে তলিয়ে যায় এবং কর্তৃপক্ষকে জোসে পেন্না হাসপাতাল খালি করতে বাধ্য করে।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, চিকিৎসাকর্মীরা হাসপাতালের নবজাতক ইউনিট থেকে শিশুদের সরিয়ে নিচ্ছেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণের শহরটি থেকে প্রায় ১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পৌর কর্মকর্তারা জানিয়েছেন, ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুয়েন্স আয়ার্স প্রদেশের নিরাপত্তা মন্ত্রী হাভিয়ের আলোনসো বলেন, শহরটিতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যা সাধারণত এক বছরের বৃষ্টিপাতের সমান।

আলোনসো বলেন, বাহিয়া ব্লাঙ্কায় সবচেয়ে বড় বৃষ্টিটি হয়েছিল ১৯৩০ সালে, যার উচ্চতা ছিল ১৭৫ মিলিমিটার। এটি প্রায় তিনগুণ বড়।

বাহিয়া ব্লাঙ্কার বিমানবন্দর পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এবং কর্মকর্তারা বৈদ্যুতিক শকের ঝুঁকি কমাতে বিদ্যুৎ সরবরাহের কিছু অংশ কেটে দিয়েছেন।

প্রাদেশিক সরকার জানিয়েছে, তারা হেলিকপ্টার, ডিঙি নৌকা, অ্যাম্বুলেন্স এবং খাবার, পানি ও সরঞ্জাম বহনকারী ট্রাক ক্ষতিগ্রস্ত নগরটিতে পাঠাচ্ছে।

উপকূলরক্ষী বাহিনী ইনফ্ল্যাটেবল বোট দিয়ে উদ্ধার কাজে সহায়তা করছে। নগরটি নতুন ঝড়ের জন্য আবহাওয়া পরিষেবা থেকে সতর্কতা অবলম্বন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০