রাশিয়া-ইউক্রেনের জ্বালানি ইস্যুতে মধ্যস্থতা করতে চেয়েছিল কাতার : প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৫:২৮

দোহা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, জ্বালানি সমস্যা সমাধানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করেছিল দোহা, কিন্তু তা কার্যকর হয়নি।

তিনি আমেরিকান সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, আমরা দেখেছি, এই বিষয়টি খুব জটিল। আমরা এটিকে ছোট ছোট মধ্যস্থতা প্রচেষ্টায় বিভক্ত করার চেষ্টা করেছি।

কাতারের প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা শিশুদের ফাইল নিয়ে কাজ করছিলাম। উদাহরণস্বরূপ, রাশিয়ান এবং ইউক্রেনীয় শিশুদের, তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনা। আমরা এনার্জি ফাইল নিয়ে কাজ করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটি আলোর মুখ দেখেনি।

সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াশিংটন পোস্ট’ ২০২৪ সালের আগস্টে জানিয়েছিল, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের বিষয়ে একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য কাতারের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার জন্য দোহায় প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করেছে রাশিয়া ও ইউক্রেন। তবে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর অনুপ্রবেশ আলোচনাকে ব্যাহত করেছে বলে জানা গেছে। 

পরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রসিয়া-১ টিভি চ্যানেলকে বলেন, প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিন পরিষ্কার করে দিয়েছেন, কুরস্ক হামলার প্রেক্ষাপটে কিয়েভের সঙ্গে আলোচনা প্রশ্নবিদ্ধ নয়। ২০২৪ সালের ১৯ নভেম্বর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জ্বালানি সাইটগুলোর নিরাপত্তা নিয়ে রাশিয়া-ইউক্রেনের সম্ভাব্য আলোচনার বিষয়ে বার্তা সংস্থা তাসের এক প্রশ্নের জবাবে বলেন, দোহার মধ্যস্থতার প্রচেষ্টা শিশুদের ফিরিয়ে আনার চেয়েও বেশি ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০