তাইওয়ানে ৫ মাত্রার ভূমিকম্প

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:৩৭

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার উত্তর-পূর্ব তাইওয়ানে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে রাজধানীর ভবনগুলো কেঁপে উঠে।

তাইপেই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউএসজিএস জানিয়েছে, তাইপেইয়ের কাছে ইলান কাউন্টিতে প্রায় ৭০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ইলান অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে যে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে যে দ্বীপের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে উচ্চগতির ট্রেনসহ রেল পরিষেবাগুলোর ক্ষতি হয়নি। যদিও তাইপেইয়ের ভূগর্ভস্থ মেট্রো সাময়িকভাবে এর ট্রেনগুলোর গতি কমিয়ে দিয়েছিল।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের কাছে দুটি টেকটোনিক প্লেটের প্রান্তে অবস্থানের কারণে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। 

সর্বশেষ বড় ভূমিকম্পটি ২০২৪ সালের এপ্রিলে ৭ দশমিক ৪ মাত্রার একটি মারাত্মক ভূমিকম্প আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি ছিল ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল।

ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছিল। ভূমিকম্পের ফলে ভূমিধস হয় এবং হুয়ালিয়েনের আশেপাশের ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর এটি তাইওয়ানে সবচেয়ে গুরুতর ছিল। ওই সময় প্রায় ২ হাজার ৪শ’ জন মানুষ মারা গিয়েছিল। এটি ছিল তাইওয়ানের ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। 

তারপর থেকে, তাইওয়ান ভূমিকম্প-প্রতিরোধী নির্মাণ পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য এর বিল্ডিং কোড হালনাগাদ এবং উন্নত করেছে।

অত্যাধুনিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিখ্যাত তাইওয়ান একটি উন্নত প্রাথমিক সতর্কতা ব্যবস্থা তৈরি করেছে। যা জনসাধারণকে কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভাব্য গুরুতর ভূমিকম্পের বিষয়ে সতর্ক করতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে
বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়ে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো: অধ্যাপক আলী রীয়াজ
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সরকারের দেওয়া সহায়তা দু’দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে : সেনাসদর
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ 
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
১০