শুল্কের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়াবে হার্মেস

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৮:২০ আপডেট: : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:২৫

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফরাসি সমৃদ্ধশালী গ্রুপ হার্মেস বৃহস্পতিবার জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত ১০ শতাংশ আমদানি শুল্কের প্রভাব কমাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের পণ্যের দাম বাড়াবে। 

প্যারিস থেকে এএফপি এই তথ্য জানায়।

বার্কিন হ্যান্ডব্যাগ, সিল্ক স্কার্ফ এবং চামড়াজাত পণ্যের জন্য বিখ্যাত হার্মেস পহেলা মে থেকে দাম বৃদ্ধি কার্যকর হবে বলে জানিয়েছেন গ্রুপটির অর্থ বিষয়ক প্রধান এরিক হ্যালগয়েট।

হ্যালগয়েট কত দাম বাড়ানো হবে তা বলেননি, তবে তিনি বলেছেন, এই পদক্ষেপ শুল্কের প্রভাব ‘সম্পূর্ণরূপে পূরণ’ করবে।

তিনি প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক আয় উপস্থাপনার সময় সাংবাদিকদের বলেছেন, ‘এটি একটি পাল্টা মূল্য বৃদ্ধি হবে যা আমরা বর্তমানে চূড়ান্ত করছি। তবে এটি আমাদের এই প্রভাব নিরপেক্ষ করার সুযোগ দেবে।’ 

হার্মেস তার বেল্ট এবং অন্যান্য পণ্যের ওপর ‘এইচ’ লোগোর জন্যও পরিচিত। সাধারণত তারা বছরে একবার দাম বাড়ায় এবং ২০২৫ সালের শুরুতে বিশ্বব্যাপী ছয় থেকে সাত শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিল।

লুইস ভিটন নির্মাতার শেয়ারের দরপতনের ফলে হার্মেস এই সপ্তাহে ফরাসি প্রতিদ্বন্দ্বী এলভিএমএইচকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিলাসবহুল গোষ্ঠীতে পরিণত হয়েছে।

হার্মেস পোস্ট করেছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী তাদের পণ্য বিক্রয় হয়েছে ৪ দশমিক ১ বিলিয়ন ইউরো (৪ দশমিক ৭ বিলিয়ন ডলার) যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ বেশি।

হ্যালগয়েট বলেছেন, আমেরিকান অঞ্চলে বিক্রয় ১৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৯৫ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং ব্রাজিলে ডাবল-ডিজিট প্রবৃদ্ধি হয়েছে।

লস অ্যাঞ্জেলেসে দাবানল এবং অন্যান্য রাজ্যে তুষার ঝড়ের কারণে মার্কিন বিক্রয় ব্যাহত হয়েছে। যার ফলে বেশ কয়েকদিন ধরে দু’টি দোকান বন্ধ করে দিতে হয়েছে।

ট্রাম্প এই মাসে বিশ্বজুড়ে আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু তিনি ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্কসহ আরো কয়েক ডজন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় পিআইবি'র মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজের ১৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
নীলফামারিতে কাল দুদকের গণশুনানি
যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে ডিএসসিসি’র বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু 
প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ বিকেলে 
কঙ্গোতে অগ্নিকাণ্ডের পর নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে 
হাইকোর্টের ৪৮টি বেঞ্চে কাল থেকে বিচারকাজ শুরু
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৭ : পুলিশ 
১০