
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫ (বাসস) : কোপা বলিভিয়ার কোয়ার্টার-ফাইনাল ম্যাচে ১৭ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি।
গত পরশু বলিভিয়ার বার্ষিক কাপ প্রতিযোগিতা কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জেসুস বারমুদেজ স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্লুমিং ও রিয়াল অরুরো।
ফিরতি লেগ ২-২ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে উঠে ব্লুমিং। প্রথম লেগ ২-১ গোলে জিতেছিল ব্লুমিং।
ফিরতি লেগের ম্যাচ শেষ হতেই ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। ফলে বাধ্য হয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।
বলিভিয়ার সংবাদমাধ্যম ‘এল পোতোসি’ জানিয়েছে, ফিরতি লেগের ম্যাচ শেষ হতেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মারামারিতে জড়িয়ে পড়েন রিয়াল অরুরো ও ব্লুমিংয়ে খেলোয়াড় এবং স্টাফরা।
মাঠজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে প্রায় ২০ জন পুলিশ চেষ্টা করে।
ম্যাচ রিপোর্ট অনুযায়ী, ব্লুমিংয়ের ৭ এবং রিয়াল অরুরোর ৪ ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। এছাড়া দুই দলের কোচিং স্টাফের আরও ৬ জনকে লাল কার্ড দেখান রেফারি। লালকার্ডের কারণে মোট ১৭ জনকে বহিষ্কার করা হয়েছে।