ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ২১:১০
ছবি : বাসস

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫ (বাসস) : ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল ম্যাচ আজ বিকেলে পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় নলছিটি হর্স রাইডার্স পুলিশ দল ও কাঠালিয়া ইলেভেন টাইগার্স পুলিশ দল। নির্ধারিত সময়ে খেলা ড্র হলে টাইব্রেকারে নলছিটি হর্স রাইডার্স একাদশ ৫-৩ গোলে হারায় কাঠালিয়া ইলেভেন টাইগার্স একাদশকে।

ম্যাচ শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ্ আলম এবং ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার। 

এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে গঠিত চারটি দল- লায়ন কিংস, ইলেভেন টাইগার্স, হর্স রাইডার্স এবং রয়েল হান্টার্সকে নিয়ে গত ১৫ নভেম্বর টুর্নামেন্ট শুরু হয়। 

ফাইনাল খেলা ঘিরে পুলিশ লাইনস মাঠে স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০