
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। আর মাত্র ১ উইকেট নিতে পারলেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ শিকার পূর্ণ হবে নাসুমের।
৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়ে আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে নামবেন নাসুম। সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
নাসুমের আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান (১৫৫ উইকেট), সাকিব আল হাসান (১৪৯ উইকেট), তাসকিন আহমেদ (১০৬ উইকেট), রিশাদ হোসেন (৬৮ উইকেট), মাহেদি হাসান (৬৪ উইকেট), শরিফুল ইসলাম (৬১ উইকেট), মোহাম্মদ সাইফ উদ্দিন (৫০ উইকেট)।
২০২১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাসুমের। এখন পর্যন্ত দেশের হয়ে ৪৮ ম্যাচে ১ হাজার ৯৪ রান দিয়ে ৪৯ উইকেট শিকার করেছেন তিনি।