ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ১০ জন নিহত

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:৪০

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : গতকাল শুক্রবার গাজা ভূখণ্ডের দক্ষিণে ইসরাইলি হামলায় একটি পরিবারের ১০ জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গত মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় কয়েক ডজন ইসরাইলি বিমান হামলায় ‘শুধুমাত্র নারী ও শিশু’ নিহত হয়েছেন।

গাজা থেকে এএফপি আজ এই খবর জানায়।

জাতিসংঘের মানবাধিকার অফিসের একটি প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ইসরাইলি উচ্ছেদের আদেশ জোরালো হওয়ার ফলে লোকজনকে ক্রমশ সঙ্কুচিত এলাকায় ‘জোরপূর্বক স্থানান্তর’ করা হচ্ছে, যা ‘গাজায় একটি দল হিসেবে ফিলিস্তিনিদের ভবিষ্যতে টিকে থাকার বিষয়ে উদ্বেগ’ তৈরি করছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা খান ইউনিসে একই পরিবারের সদস্যদের হত্যার ঘটনাটি খতিয়ে দেখছে এবং পৃথকভাবে আরো জানিয়েছে, তারা আগের দিন সমগ্র অঞ্চল জুড়ে প্রায় ৪০টি ‘সন্ত্রাসী স্থাপনাতে’  হামলা চালিয়েছে।

হামাসের সাথে দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ১৮ মার্চ ইসরাইল গাজায় পুনরায় হামলা শুরু করে।

তারপর থেকে, হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইল এক মাসেরও বেশি সময় আগে সাহায্য বন্ধ করে দিয়েছিল। এই সময়ের মধ্যে সেখানে ১ হাজার ৫শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে জানিয়েছেন, ‘খান ইউনিসের মধ্যাঞ্চলে ফারা পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলার পর সাত শিশুসহ দশ জনকে নিহত হওয়ার পর মরদেহ হাসপাতালে আনা হয়েছে।’

এএফপি’র পরবর্তী ফুটেজে সাদা কাফন এবং কম্বলে মোড়ানো বেশ কয়েকটি মরদেহ এবং পরিবারের বাড়ির ক্ষতবিক্ষত কংক্রিটের স্ল্যাব এবং পেঁচানো ধাতু দেখা গেছে।

গতকাল শুক্রবার রাতে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় আরো কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। অপরদিকে সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ গাজায় সেনাদের ওপর গুলি চালানো ‘দুই হামাস যোদ্ধাকে’ গুলি করে হত্যা করেছে।

সেনাবাহিনী পূর্ব দিক থেকে আসা একটি ড্রোনকে আটক করার কথাও জানিয়েছে, তবে কোথা থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছিল তার বিস্তারিত কিছু জানায়নি।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে  ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য বারবার ইসরাইলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

শুক্রবারের পারিবারিক বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একটি ফোরামে ইসরাইলের নিন্দা জানিয়ে বলেছেন,  ‘এটি যদি বর্বরতা না হয় আমি আপনাকে জিজ্ঞাসা করছি,তাহলে এটি কী?’

নতুন আক্রমণের আগে ইসরাইলি সেনাবাহিনী উত্তর ও দক্ষিণ গাজার বাসিন্দাদের জন্য নতুন করে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে, ‘নতুন করে বাস্তুচ্যুতি অঞ্চলের মধ্যে বেশ কয়েকটি চিকিৎসা কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ ত্রাণ সামগ্রী সংরক্ষণাগার ছিল।’

ওসিএইচএ  সাবধান করে বলেছে, এর ফলে ‘জরুরি চিকিৎসার প্রয়োজন এমন লোকদের জীবন-হুমকির সম্মুখীন হতে পারে।’ অনেক বাস্তুচ্যুত গাজার নাগরিক কবরস্থানে তাঁবুতে বসবাস করছেন।

ইবতিসাম আবু গানিমা গাজা শহরের একটি কবরস্থানে এএফপি’কে বলেছেন, ‘আমরা থাকার জন্য কোনো জায়গা খুঁজে পাইনি। এই কারণেই আমাদের কবরের ওপরে বসবাস করতে বাধ্য করা হয়েছে।’

তিনি বলেছেন, ‘জীবিতদের চেয়ে মৃতরা ভালো আছে। তার ওপর ভয়াবহ গন্ধ, ইঁদুরের উপদ্রব, ও সরীসৃপ জাতীয় জীব-জন্তুর কামড়ে আমরা মারা যাচ্ছি।’

জাতিসংঘ ইসরাইলের চলমান হামলার প্রভাবের নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ‘মৃত্যুর একটি বড় অংশ শিশু এবং মহিলা।’

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, ‘২০২৫ সালের ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত গাজার মানুষের আবাসিক ভবন এবং তাঁবুতে ইসরাইলি হামলার প্রায় ২২৪টি ঘটনা ঘটেছে।’

‘জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, প্রায় ৩৬টি ধর্মঘটে এখন পর্যন্ত রেকর্ডকৃত হতাহতের সংখ্যা ছিল কেবল নারী ও শিশু।’

ইসরাইলি সেনাবাহিনী বারবার বলেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী  হামাস যোদ্ধারা প্রায়শই বেসামরিক নাগরিকদের মধ্যে লুকিয়ে থাকে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

ইসরাইলি সরকারী পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র এক পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আক্রমণের ফলে ১,২১৮ জন নিহত হওয়ার পর যুদ্ধ শুরু হয়। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস যোদ্ধারা ২৫১ জন ইসরাইলিকে  জিম্মি করে। যাদের মধ্যে ৫৮ জন এখনো গাজায় বন্দী। এরমধ্যে ৩৪ জন ইসরাইলি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ১৮ মার্চ থেকে কমপক্ষে ১,৫৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ৫০,৯১২ জনে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০