নটর ডেম পুনর্গঠনের কারিগরদের সম্মাননা দেবেন ম্যাখোঁ

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২০:২১

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫ (বাসস) : ছয় বছর আগে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে প্রায় ধ্বংস হয়ে যাওয়া প্যারিসের ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল পুনরায় তার প্রাচীন গৌরব ফিরে পেয়েছে।

এই অসাধ্য সাধনে অবদান রাখা প্রায় ১০০ জন কারিগর ও সরকারি কর্মকর্তাকে আজ মঙ্গলবার সম্মান জানাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

প্যারিস থেকে এএফপি জানায়, এলিসি প্রাসাদে অনুষ্ঠেয় এ সম্মাননা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার সন্ধ্যায়—ঠিক সেই সময়টাতেই, যখব ২০১৯ সালের ১৫ এপ্রিল ক্যাথেড্রালটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল।

সম্মাননা প্রদানের সময় ম্যাখোঁর সঙ্গে প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া বাইরু, সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতিসহ সরকারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

প্যারিস অগ্নিনির্বাপণ বাহিনীর সাবেক প্রধান জ্যঁ-ক্লোদ গায়ে অনুষ্ঠানে অংশ নেবেন। ২০১৯ সালের দুর্ঘটনার সময় তিনি বাহিনীর নেতৃত্বে ছিলেন।

গত নভেম্বরে ক্যাথেড্রালের পুনর্গঠনের কাজ ঘুরে দেখার সময় ম্যাখোঁ কারিগরদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘তোমরা যা করেছ, তা একসময় অসম্ভব বলে মনে করা হতো।'

আগামী ৭ ডিসেম্বর জনসাধারণের জন্য আবারও খুলে দেওয়া হবে ক্যাথেড্রালটি। তার আগেই আজকের অনুষ্ঠানে ম্যাখোঁ পুনরায় ফ্রান্সের ‘গর্ব’ হিসেবে এই ঐতিহাসিক কর্মযজ্ঞকে স্বীকৃতি দেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তারা।

বর্তমানে প্রতিদিন গড়ে ৩০ হাজার মানুষ নতুন করে সাজানো ক্যাথেড্রালটি পরিদর্শন করছেন।

পুনর্গঠন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থার প্রধান ফিলিপ জস্তকে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘লেজিওঁ দ্য অনার’-এর কমান্ডার উপাধিতে ভূষিত করা হবে।

জস্ত ২০২৩ সালে প্রয়াত হন ক্যাথেড্রাল পুনর্গঠনের দায়িত্বে থাকা জেনারেল জঁ-লুই জর্জেলাঁর স্থলাভিষিক্ত হন। প্রয়াত জর্জেলাঁকে দেওয়া হয়েছে ‘লেজিওঁ দ্য অনার’-এর সর্বোচ্চ পদক ‘গ্রাঁ ক্রোয়া’।

এছাড়াও আর্কিটেক্ট রেমি ফ্রোমোঁ ও ফিলিপ ভিলনভকেও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে।

পুনর্গঠনের কাজের সঙ্গে যুক্ত প্রায় ২,০০০ কর্মীর প্রতিনিধিত্বকারী এই ১০০ জনের তালিকায় রয়েছেন ছুতার, লৌহকর্মী, মাচান নির্মাতা, দড়ি ব্যবহারকারী নির্মাণ শ্রমিক, সংগীত যন্ত্র মেরামতকারী ও রঙিন কাঁচের কারিগররা।

তাদেরই একজন আয়মেরিক আলবেয়ার। ফ্রান্সজুড়ে ঘুরে উপযুক্ত ওক গাছ খুঁজে বের করে তিনি ক্যাথেড্রালের চূড়া, নেভ ও কয়ার নির্মাণের জন্য কাঠ সংগ্রহ করেন। তাকেও ‘লেজিওঁ দ্য অনার’-এর নাইট উপাধি দেওয়া হবে।

চার্চের এই বৃহৎ সংস্কার প্রকল্পের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ৮৫০ মিলিয়ন ইউরো (বর্তমান হিসেবে প্রায় ৯৬০ মিলিয়ন মার্কিন ডলার) অর্থ সহায়তা এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০