গাজা ‘গণকবরে’ পরিণত হয়েছে: এমএসএফ

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:২০

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : বুধবার চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বলেছে যে, ইসরাইলের সামরিক অভিযান ও মানবিক সহায়তায় বাধা প্রদান, গাজাকে ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা মানুষের কবরস্থানে পরিণত করেছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় যুদ্ধরত ইসরাইল, পরবর্তী পর্যায়ের মতবিরোধের মধ্যে দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্চ মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় ইসরাইল হামলা শুরু করে। 

যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আগে গত ২ মার্চ থেকে ইসরাইল মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

জাতিসংঘ জানিয়েছে, চিকিৎসা সরবরাহ, জ্বালানি, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি রয়েছে।

এমএসএফ-এর সমন্বয়কারী আমান্দে বাজেরোলে বলেন, ‘গাজা ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা ব্যক্তিদের গণকবরে পরিণত হয়েছে।’ 

গত মাসে, ইসরাইলি বাহিনী গাজায় অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে ১৫ জন চিকিৎসক ও উদ্ধারকর্মীকে হত্যা করে, যা আন্তর্জাতিক নিন্দার জন্ম দেয়।

বাজেরোল আরো বলেন, ‘আমরা এই সময়ে গাজার সমগ্র জনসংখ্যার ধ্বংস ও জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যক্ষ করছি।’

তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বা তাদের সাহায্য করার চেষ্টাকারীদের জন্য কোথাও নিরাপদ স্থান না থাকায়, মানবিক সহায়তা সংস্থাগুলো নিরাপত্তাহীনতা ও সরবরাহের তীব্র ঘাটতির মধ্যে পড়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০