গাজা ‘গণকবরে’ পরিণত হয়েছে: এমএসএফ

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:২০

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : বুধবার চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বলেছে যে, ইসরাইলের সামরিক অভিযান ও মানবিক সহায়তায় বাধা প্রদান, গাজাকে ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা মানুষের কবরস্থানে পরিণত করেছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় যুদ্ধরত ইসরাইল, পরবর্তী পর্যায়ের মতবিরোধের মধ্যে দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্চ মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় ইসরাইল হামলা শুরু করে। 

যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আগে গত ২ মার্চ থেকে ইসরাইল মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

জাতিসংঘ জানিয়েছে, চিকিৎসা সরবরাহ, জ্বালানি, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি রয়েছে।

এমএসএফ-এর সমন্বয়কারী আমান্দে বাজেরোলে বলেন, ‘গাজা ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা ব্যক্তিদের গণকবরে পরিণত হয়েছে।’ 

গত মাসে, ইসরাইলি বাহিনী গাজায় অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে ১৫ জন চিকিৎসক ও উদ্ধারকর্মীকে হত্যা করে, যা আন্তর্জাতিক নিন্দার জন্ম দেয়।

বাজেরোল আরো বলেন, ‘আমরা এই সময়ে গাজার সমগ্র জনসংখ্যার ধ্বংস ও জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যক্ষ করছি।’

তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বা তাদের সাহায্য করার চেষ্টাকারীদের জন্য কোথাও নিরাপদ স্থান না থাকায়, মানবিক সহায়তা সংস্থাগুলো নিরাপত্তাহীনতা ও সরবরাহের তীব্র ঘাটতির মধ্যে পড়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০