ইসরাইলি সেনাবাহিনীর গাজার চিকিৎসক হত্যাকাণ্ড 'সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড' : নাগরিক প্রতিরক্ষা সংস্থা

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৫:২৮

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা সোমবার ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে গত মাসে ১৫ জন উদ্ধারকর্মী হত্যার ঘটনাকে ‘সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড’ অভিহিত করে সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করেছে। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর এএফপি’র কাছে ইসরাইলকে আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে’ বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘একজন প্যারামেডিকের ধারণ করা ভিডিও প্রমাণ করে যে ইসরাইলি দখলদার বাহিনীর বক্তব্য মিথ্যা ও তারা সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর করেছে।’

হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে ইসরাইলের নতুন হামলারর কয়েকদিন পর, ২৩ মার্চ ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফার কাছে দুর্যোগের আহ্বানে সাড়া দিতে গেলে চিকিৎসক ও অন্যান্য উদ্ধারকর্মী নিহত হন।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ ও ফিলিস্তিনি উদ্ধারকারীরা জানায়, নিহতদের মধ্যে আটজন রেড ক্রিসেন্ট কর্মী, গাজা বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থার ছয়জন ও ফিলিস্তিনি শরণার্থীর জাতিসংঘ ত্রাণ ও কর্ম সংস্থা  (ইউএনআরডব্লিউএ)-এর একজন কর্মচারি ছিলেন। 

এই ঘটনার আন্তর্জাতিক নিন্দা জানানো হয়েছে, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রোববার প্রকাশিত এই ঘটনার একটি ইসরাইলি সামরিক তদন্তে ‘দেশটির সৈন্যদের মৃত্যুদণ্ড কার্যকর করার’ বা ‘নির্বিচারে গুলি চালানোর’ দাবির সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে অপারেশনাল ব্যর্থতার কথা স্বীকার করেছে এবং একজন ফিল্ড কমান্ডারকে বরখাস্ত করেছে।

নিহতদের মধ্যে পূর্বে নয়জন যোদ্ধা থাকার দাবি সংশোধন করে এতে বলা হয় নিহতদের মধ্যে ছয়জন যোদ্ধা ছিল।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি এই প্রতিবেদনটিকে ‘মিথ্যায় পূর্ণ’ বলে নিন্দা করেছে। রেড ক্রিসেন্টের মুখপাত্র নেবাল ফারসাখ এএফপিকে বলেন, ‘এটি অবৈধ ও অগ্রহণযোগ্য, কারণ এটি হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেয় এবং ফিল্ড কমান্ডের ব্যক্তিগত ত্রুটির দায় চাপিয়ে দেয়। তবে, সত্য সম্পূর্ণ ভিন্ন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
১০