নেত্রকোনার চ্যাপা শুঁটকি যাচ্ছে ঢাকাসহ দেশের ভিন্নস্থানে 

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:০০ আপডেট: : ২১ এপ্রিল ২০২৫, ১৯:১১
শুঁটকি তৈরি করছেন নেত্রকোনার চ্যাপা শুঁটকি কারিগর। ছবি: বাসস

নেত্রকোনা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার স্থানীয় মানুষের চাহিদা মিটিয়ে চ্যাপা শুঁটকি যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে। চ্যাপা শুঁটকি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এ জেলার বেশ কিছু ব্যবসায়ী। 

সারাদেশে সিদল নামে পরিচিত থাকলেও জেলাবাসীর কাছে চ্যাপা শুঁটকি মূলত হিদল নামে পরিচিত। এ অঞ্চলে হিদলের ব্যাপক চাহিদা রয়েছে,বিশেষ করে বর্ষাকালে যখন মাঠ, ঘাট, নদীনালা পানিতে টইটম্বুর তখনি গ্রাম-শহরের বেশিরভাগ  রান্নাঘর থেকে ভেসে আসে হিদল ভর্তার ঘ্রাণ। লেবুর রস চিপে হিদল ভর্তা দিয়ে ভাত খাওয়া যেন অমৃত এক খাবার।

হাওরাঞ্চল হিসেবে পরিচিত জেলার  প্রতিটি উপজেলায় কম-বেশি চ্যাপা শুঁটকি উৎপাদন করা হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি উৎপাদন করা হয় জেলার বারহাট্টা উপজেলার চরসিংধা ও মোহনগঞ্জ উপজেলায় শুঁটকি মহলে। জেলার সদর উপজেলার পঞ্চাননপুর গ্রামেও বেশ কয়েকটি পরিবার এ চ্যাপা শুঁটকি উৎপাদনের সাথে সম্পৃক্ত।

এ চ্যাপা শুঁটকি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয় এবং সারাদেশেই রয়েছে ব্যাপক চাহিদা। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা এ জেলার প্রবাসীরাও দেশ থেকে চলে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যান এ লোভনীয় চ্যাপা শুঁটকি।

পঞ্চাননপুর গ্রামের চ্যাপা শুঁটকি কারিগর শ্রীকান্ত চন্দ্র বর্মণ জানান, বংশ পরম্পরায় তারা এ কাজের সাথে সম্পৃক্ত, প্রায় একশত বছরেরও বেশি সময় নিয়ে তাদের পরিবার এ কাজ করে যাচ্ছেন।  তারা চ্যাপা শুঁটকির একটি বড় অংশ সনাতন পদ্ধতিতে মাছ প্রক্রিয়াকরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন। চ্যাপা শুঁটকির কাঁচামাল তথা পুঁটিমাছ বাছাইকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। নষ্ট, পচা বা আংশিক পচা মাছ ব্যবহার করা হয় না। সদ্য আহরণ করা মাছকে সংগ্রহ করে যথাযথভাবে পরিচর্যা করে শুকানো হয়।

পরবর্তীতে বিভিন্ন বাজার থেকে শুকনো মাছ ক্রয় করে গোডাউনে নিয়ে আসেন। কিছুদিন গোডাউনে রাখার পর শুঁটকি বাছাই  করা হয় এবং বাছাইকৃত মাছ পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় শুঁটকিকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি আরো জানান, এ জন্য প্রথমে মাটির মটকা তেল দিয়ে ভিজিয়ে ভালোভাবে প্রস্তুত করতে হয়। পুঁটি মাছ থেকে উৎপাদিত তেলে অনেক ময়লা ও বাড়তি আর্দ্রতা থাকে তাই প্রাপ্ত তেল ভালোভাবে ছেঁকে নিতে হয়। ছেঁকে নেয়া তেল পুনরায় চুলায় ভালোভাবে ফুটিয়ে বা গরম করে ব্যবহার করতে হয়। এতে তেলে থাকা বাড়তি আর্দ্রতা চলে যায় এবং জীবাণুও মুক্ত হয়। তেলে ভেজানো মাটির মটকা মাটিতে পুঁতে হয়। তারপর মটকার ভিতরে ভালোভাবে পরিষ্কার হাত দিয়ে চেপে চেপে ভরতে হয় বাছাইকৃত শুঁটকি। মটকাতে শুঁটকি ভরা হলে মটকার মুখে চূর্ণ করা শুঁটকি মাছ ও মাছের তেল দিয়ে প্রস্তুতকৃত পেস্ট দিয়ে প্রথমে একটি স্তর তৈরি করতে হয়। স্তরের ওপরে মটকার মুখে সমানভাবে একটি পলিথিন কাগজ দিয়ে তার উপর নদী থেকে সংগৃহীত মাটি দিয়ে  ঢেকে পলিথিন মুড়ে  রাখতে হয়। এভাবে কিছুদিন রেখে দেয়ার পর মটকায় চ্যাপা শুঁটকি তৈরি হয় এবং তারপর তা বাজারজাত করা হয়।

কারিগররা জানান বংশ পরম্পরায় তারা শুঁটকি তৈরি করে আসছেন। শুঁটকি উৎপাদন করে কোনো রকমে তাদের সংসার চলে, প্রতি মটকি ভরতে ২০০টাকা করে পারিশ্রমিক পান তারা। সরকারি সহায়তা এবং ক্ষুদ্র ঋণ পেলে কাজের গতি এবং জীবন মান উন্নয়ন হতো তাদের।

জেলার মেছুয়া বাজারের শুঁটকি ব্যবসায়ী অমল চন্দ্র জানান, বাজারে চ্যাপা শুঁটকির ব্যাপক চাহিদা রয়েছে।  সারাবছর চ্যাপা শুঁটকির  চাহিদা থাকলে ও বর্ষাকালে বিশেষ  করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এ তিন মাস  চ্যাপা শুঁটকি সবচেয়ে বেশি বিক্রি  হয়। আর শুঁটকির  দাম বেশি হওয়ায় মানুষের আগ্রহ থাকলেও এখন শুঁটকি পরিমাণে কম কিনেন।

বিভিন্ন হাওর ও মোহনগঞ্জ, কলমাকান্দা উপজেলার  শুঁটকির বাজার থেকে কার্তিক মাস থেকে শুরু করে ৫ মাস পর্যন্ত শুঁটকির স্বাদই অন্যরকম কিন্তু শুঁটকির দাম বেশি হওয়ায় এখন সাধারণ মানুষ আগের মতো শুঁটকি খেতে পারেন না।

জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবির জানান, চ্যাপা শুঁটকি কারিগরদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে  এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করে  স্বাস্থ্যসম্মত ভাবে চ্যাপা শুঁটকি তৈরি করতে  সহায়তা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহারের আওয়ামী লীগ নেতা শেখ রুনু ও সেন্টু গ্রেফতার  
উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ
আগস্টের ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি 
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
১০