পোপ ফ্রান্সিসের জীবনের কিছু গুরুত্বপূর্ণ তারিখ

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৩২

ঢাকা, ২১ এপ্রিল ২০২৫ (বাসস) : পোপ ফ্রান্সিস, প্রথম যিশুয়াইট ও লাতিন আমেরিকান পোপ সোমবার ৮৮ বছর বয়সে মারা যান, তাঁর জীবনের কিছু গুরুত্বপূর্ণ তারিখ এখানে দেওয়া হলো:

১৭ ডিসেম্বর, ১৯৩৬: বুয়েনস আয়ার্সে জন্মগ্রহণ করেন হোর্হে মারিও বেরগোলিও। তিনি একজন হিসাবরক্ষক ও গৃহিণী মায়ের সন্তান, যাঁদের পরিবার ইতালীয় অভিবাসী ছিল।

২১ সেপ্টেম্বর, ১৯৫৩: যাজক হওয়ার আহ্বান পান। তিনি পরে বলেন, স্কুলের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে যীশু খ্রিস্টের প্রতি আকর্ষিত হয়ে গির্জায় যাওয়ার সিদ্ধান্তটি তার জীবন বদলে দিয়েছিল।

১৯৫৭: ফুসফুসের একটি অংশ অপসারণের জন্য অস্ত্রোপচার করান।

১১ মার্চ, ১৯৫৮: বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক প্রকৌশল অধ্যয়ন শেষ করার পর তিনি যিশুয়াইট আদর্শে যোগ দেন।

১৩ ডিসেম্বর, ১৯৬৯: যাজক হিসেবে দায়িত্ব পান। ৩১ জুলাই, ১৯৭৩: তিনি আর্জেন্টিনার যিশুয়াইটদের নেতা হন। তিনি ছয় বছর ধরে
এ পদ ধারণ করেন।

১৯৮০: যিশুয়াইট আদেশের মধ্যে উত্তেজনার মধ্যে তিনি সান মিগুয়েল কলেজে প্যারিশ পাদরি ও রেক্টর হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৬ সালে তিনি জার্মানি ও পরে আর্জেন্টিনার কর্ডোবা শহরে যান। ১৯৯২ সালে বুয়েনস আইয়ার্সে সহকারী বিশপ হিসেবে ফিরে আসেন।

২৮ ফেব্রুয়ারি, ১৯৯৮: বুয়েনস আইয়ার্সের আর্চবিশপ নিযুক্ত হন।

২১ ফেব্রুয়ারি, ২০০১: জন পল দ্বিতীয় তাঁকে কার্ডিনাল বানান।

১৩ মার্চ, ২০১৩: তিনি ২৬৬তম পোপ হিসেবে নির্বাচিত হন, পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর। তিনি অসি শহরের সেন্ট ফ্রান্সিসের নামানুসারে ফ্রান্সিস নাম নেন।

৮ জুলাই, ২০১৩: তিনি প্রথমবার রোমের বাইরে ভ্রমণ করেন ইতালির লাম্পেদুসা দ্বীপে, যা ইউরোপে অভিবাসীদের প্রধান প্রবেশদ্বার, সেখানে তিনি 'অবহেলার বৈশ্বিকীকরণ'-এর সমালোচনা করেন। তিন বছর পর, তিনি লেসবস, গ্রিসের একটি শিবির থেকে ১২টি পরিবার ফিরিয়ে আনেন।

১১ জুলাই, ২০১৩: শিশুদের প্রতি যৌন নির্যাতন এবং চার্চের মধ্যে দুর্নীতি মোকাবিলায় ভ্যাটিকানের দণ্ডবিধি সংস্কার শুরু করেন।

২৯ জুলাই, ২০১৩: তিনি এক ফ্লাইটে ব্রাজিল থেকে ফেরার পথে বলেন, 'যদি কেউ সমকামী হয় এবং প্রভুর সন্ধান করে এবং তার ভালো ইচ্ছা থাকে, তাহলে আমি তাকে বিচার করার কে?'

১৮ জুন, ২০১৫: ফ্রান্সিস তার দ্বিতীয় এনসাইক্লিকাল 'লাউডাতো সি' প্রকাশ করেন, যা পরিবেশবিদ্যার ওপর ভিত্তি করে। এই পত্রিকা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

১২ ফেব্রুয়ারি, ২০১৬: রাশিয়ান অরথডক্স চার্চের প্যাট্রিয়ার্ক কিরিলের সাথে একটি ঐতিহাসিক সাক্ষাৎ করেন, যা প্রায় ১,০০০ বছর পর পূর্ব ও রোমান ক্যাথলিক চার্চের মধ্যে বিভাজনের পর প্রথম।

২৩ মে, ২০১৬: কায়রোর আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তায়েবের সাথে ভ্যাটিকানে একটি ঐতিহাসিক সাক্ষাৎ হয়।

১১ এপ্রিল, ২০১৮: ফ্রান্সিস চিলিতে শিশুদের যৌন নির্যাতন মামলার ক্ষেত্রে 'বড় ভুল' স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

২২ সেপ্টেম্বর, ২০১৮: ফ্রান্সিস চীন ও পবিত্র সীলা মধ্যে প্রথম বারের বিশপ নিয়োগের ওপর
সহমত চুক্তি ঘোষণা করেন, যা  ছিল।

২৭ মার্চ, ২০২০: ইউরোপের বেশিরভাগ অঞ্চল করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর, ফ্রান্সিস একা সেন্ট পিটার্স স্কয়ারে 'উর্বি এট অরবি' ভাষণ দেন।

২১ অক্টোবর, ২০২০: একটি ডকুমেন্টারিতে তিনি সমলিঙ্গের নাগরিক ইউনিয়নের পক্ষে মত দেন।

৬ মার্চ, ২০২১: তিনি ইরাকে প্রথম পোপীয় সফরে যান, যেখানে তিনি গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সাথে সাক্ষাৎ করেন।

৪ জুলাই, ২০২১: সফল কোলন অস্ত্রোপচারের পর, তিনি ১০ দিন হাসপাতালে ছিলেন।

৫ জুন, ২০২২: নতুন অ্যাপোস্টলিক কনস্টিটিউশন কার্যকর হয়, যা চার্চের শাসনব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পরিপূর্ণতা দেয়, যা তিনি দায়িত্ব গ্রহণের পর শুরু করেছিলেন।

৫ জানুয়ারি, ২০২৩: সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ষোড়শ বেনেডিক্টের শেষকৃত্যে তিনি পৌরহিত্য করেন।

২৯ মার্চ, ২০২৩: শ্বাসকষ্টের কারণে তিনি হাসপাতালে ভর্তি হন এবং তিন রাত থাকেন।

৭ জুন, ২০২৩: হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন এবং ৯ রাত থাকেন।

৩ সেপ্টেম্বর, ২০২৪: ৮৭ বছর বয়সে, তিনি ১২ দিনের এক ঐতিহাসিক সফরে ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, পূর্ব তিমুর এবং সিঙ্গাপুরে যান।

১৪ ফেব্রুয়ারি, ২০২৫: ব্রঙ্কাইটিসের কারণে তিনি হাসপাতালে ভর্তি হন, যা পরে ডাবল নিউমোনিয়ায় রূপান্তরিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
১০