রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে দুইজন নিহত, আহত ৫৪: নগরীর মেয়র

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৮

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় বৃহস্পতিবার ভোরে কমপক্ষে দুইজন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। নগরীর মেয়রের উদ্ধৃতি দিয়ে কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে। এএফপি সাংবাদিকরা রাজধানী জুড়ে বিস্ফোরণের শব্দ শুনতে পান।

নগরীর সামরিক কর্তৃপক্ষ টেলিগ্রামে জানান, ‘কিয়েভ শত্রুর ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে।’ এর কিছুক্ষণ পর কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান,

‘রাজধানীতে দুইজন নিহত হয়েছে।’ তিনি এক টেলিগ্রাম পোস্টে বলেন, ‘৫৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ শিশুসহ ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএফপি’র প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, বিমান হামলার সতর্কতা শুরু হওয়ার পর একটি আবাসিক ভবনের বেসমেন্টে স্থাপিত একটি আশ্রয়কেন্দ্রে এক ডজনেরও বেশি বাসিন্দা জড়ো হন।

কিয়েভে সর্বশেষ এপ্রিলের শুরুতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ওই হামলায় কমপক্ষে তিনজন আহত হন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রার হামলা শুরু করার পর থেকে কিয়েভ বিক্ষিপ্ত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

নগরীরর মেয়র ইগর তেরেখভ সকলকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ নগরীতে সাতটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তিনি পরে আরো জানান নগরীতে ‘একটি বিশাল ড্রোন হামলা’ চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন শীর্ষ সহকারী আন্দ্রি ইয়েরমাক বলেন, রাশিয়া ‘এখনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে’ কিয়েভ, খারকিভ ও অন্যান্য নগরীগুলোয় হামলা করছে।

‘পুতিন কেবল হত্যার ইচ্ছা প্রদর্শন করছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশীপ
ইসরাইল পুড়ছে ভয়াবহ দাবানলে 
রানা প্লাজা হত্যাকাণ্ডের ১২ বছর স্মরণ করেছে শ্রমিকদের বিভিন্ন সংগঠন
রোববার ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী
চাঁদপুরের মেঘনা ও ধনাগোদা নদীর ১৫ কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন
যশোরে বোরো’র অধিক ফলন, ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক
গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছের বিচার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা নিয়ে হাইকোর্টে রিট
বোয়ালখালীতে লোকালয়ে আসা ১২ ফুট লম্বা অজগর উদ্ধার 
শুল্ক যুদ্ধের প্রভাবে মুনাফা কমেছে নকিয়ার
১০