মাদাগাস্কারে ঔপনিবেশিক শাসনের জন্য ‘ক্ষমা প্রার্থনার’ পথে এগোতে চান মাখোঁ

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:৫৭

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার মাদাগাস্কার সফরে বলেছেন, তিনি দেশটির ওপর ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের জন্য ‘ক্ষমা প্রার্থনার’ পথে এগোতে চান। এর অংশ হিসেবে তিনি মাদাগাস্কার থেকে নেওয়া সাংস্কৃতিক নিদর্শন ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

অ্যান্টানানারিভো থেকে এএফপি জানায়, রাজধানী অ্যান্টানানারিভোর প্রাক্তন রাজপ্রাসাদে এক স্মরণ অনুষ্ঠানে মাখোঁ বলেন, ‘আমাদের উপস্থিতি নিরীহ নয়, আমাদের ইতিহাস লেখা হয়েছে... গভীর বেদনার অধ্যায় দিয়ে।’

প্রিন্সেস ফেনোসোয়া রালান্দিসন রাতসিমানাঙ্গার সঙ্গে প্রাসাদ পরিদর্শনের পর মাখোঁ বলেন, ‘ক্ষমার এই যাত্রা কেবল আপনাদেরই সম্পন্ন করতে হবে। তবে আমরা সেই শর্ত তৈরি করছি, যা আপনাদের শোক প্রকাশের সুযোগ করে দেবে- হারানো যা কিছু, তার জন্য।’

তিনি জানান, ফরাসি উপনিবেশবাদীরা যে সাংস্কৃতিক উপাদান মাদাগাস্কার থেকে নিয়ে গিয়েছিল, সেগুলো ফেরত দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ১৮৯৭ সালে ফরাসি সৈন্যদের হাতে নিহত এক রাজাপুরুষের মাথার খুলি, যা ‘ট্রফি’ হিসেবে ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছিল ।

মাখোঁ বলেন, ‘এই মানবদেহাবশেষ এখানে, মাদাগাস্কারেই থাকার কথা, অন্য কোথাও নয়।’

বিশ্বের পঞ্চম বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ হলেও দারিদ্র্যে জর্জরিত। ১৯ শতক থেকে ১৯৬০ সালে স্বাধীনতা অর্জন পর্যন্ত দ্বীপটি ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল।

মাখোঁ বলেন, ইতিহাসবিদদের যৌথ উদ্যোগে এমন একটি গবেষণা চালাতে হবে, যাতে ‘সত্য, স্মৃতি, ইতিহাস ও মিলনের আলো উদ্ভাসিত হয়।’

তিনি জানান, এরই মধ্যে ফ্রান্স আলজেরিয়া, ক্যামেরুন, সেনেগাল ও হাইতির মতো অন্যান্য উপনিবেশের ক্ষেত্রেও একই ধরনের ইতিহাস কমিশন গঠন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প ফেডের সমালোচনা করতে ‘স্বাধীন’, বললেন জ্যেষ্ঠ কর্মকর্তা
সিগন্যালগেট কেলেঙ্কারির পর সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ 
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক
টেকসই সরকারি ক্রয় সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলার দাবি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই মঞ্চের 
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফায়ার সার্ভিস অধিদপ্তরে দুদকের অভিযান
কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদকাসক্ত বললেন সাবেক মন্ত্রী
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
টেক্সাসের ‘ট্রাম্প বার্গার’-এ প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ১০০ দিন উদযাপন
১০