মাদাগাস্কারে ঔপনিবেশিক শাসনের জন্য ‘ক্ষমা প্রার্থনার’ পথে এগোতে চান মাখোঁ

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:৫৭

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার মাদাগাস্কার সফরে বলেছেন, তিনি দেশটির ওপর ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের জন্য ‘ক্ষমা প্রার্থনার’ পথে এগোতে চান। এর অংশ হিসেবে তিনি মাদাগাস্কার থেকে নেওয়া সাংস্কৃতিক নিদর্শন ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

অ্যান্টানানারিভো থেকে এএফপি জানায়, রাজধানী অ্যান্টানানারিভোর প্রাক্তন রাজপ্রাসাদে এক স্মরণ অনুষ্ঠানে মাখোঁ বলেন, ‘আমাদের উপস্থিতি নিরীহ নয়, আমাদের ইতিহাস লেখা হয়েছে... গভীর বেদনার অধ্যায় দিয়ে।’

প্রিন্সেস ফেনোসোয়া রালান্দিসন রাতসিমানাঙ্গার সঙ্গে প্রাসাদ পরিদর্শনের পর মাখোঁ বলেন, ‘ক্ষমার এই যাত্রা কেবল আপনাদেরই সম্পন্ন করতে হবে। তবে আমরা সেই শর্ত তৈরি করছি, যা আপনাদের শোক প্রকাশের সুযোগ করে দেবে- হারানো যা কিছু, তার জন্য।’

তিনি জানান, ফরাসি উপনিবেশবাদীরা যে সাংস্কৃতিক উপাদান মাদাগাস্কার থেকে নিয়ে গিয়েছিল, সেগুলো ফেরত দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ১৮৯৭ সালে ফরাসি সৈন্যদের হাতে নিহত এক রাজাপুরুষের মাথার খুলি, যা ‘ট্রফি’ হিসেবে ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছিল ।

মাখোঁ বলেন, ‘এই মানবদেহাবশেষ এখানে, মাদাগাস্কারেই থাকার কথা, অন্য কোথাও নয়।’

বিশ্বের পঞ্চম বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ হলেও দারিদ্র্যে জর্জরিত। ১৯ শতক থেকে ১৯৬০ সালে স্বাধীনতা অর্জন পর্যন্ত দ্বীপটি ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল।

মাখোঁ বলেন, ইতিহাসবিদদের যৌথ উদ্যোগে এমন একটি গবেষণা চালাতে হবে, যাতে ‘সত্য, স্মৃতি, ইতিহাস ও মিলনের আলো উদ্ভাসিত হয়।’

তিনি জানান, এরই মধ্যে ফ্রান্স আলজেরিয়া, ক্যামেরুন, সেনেগাল ও হাইতির মতো অন্যান্য উপনিবেশের ক্ষেত্রেও একই ধরনের ইতিহাস কমিশন গঠন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা
রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ
অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে: ঢাবি উপাচার্য
চন্দনাইশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় কাতার
১০