পোপ ফ্রান্সিসের সমাধির বিস্তারিত প্রকাশ করল ভ্যাটিকান

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৭

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : রোমের একটি প্রাচীন ব্যাসিলিকার প্রিয় এক কক্ষে স্থাপন করা হচ্ছে একটি সাধারণ মার্বেল সমাধি—এটাই হবে পোপ ফ্রান্সিসের চিরনিদ্রার স্থান। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানায় ভ্যাটিকান এবং সমাধি প্রকল্পের একটি ছবি প্রকাশ করে।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, সমাধিফলকে শুধুমাত্র ‘ফ্রান্সিসকাস' (লাতিন ভাষায় পোপের নাম) লেখা থাকবে। মার্বেল সংগ্রহ করা হবে ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় লিগুরিয়া অঞ্চল থেকে, যা পোপ ফ্রান্সিসের ইতালীয় বংশধরদের আদি নিবাস।

সমাধির উপরে ঝুলবে পোপ ফ্রান্সিসের জীবদ্দশায় ব্যবহৃত বক্ষক্রুশের একটি অনুকরণ।

এই সমাধি স্থাপিত হবে সান্তা মারিয়া মায়োরে বাসিলিকার পাশের একটি নাবে সেন্ট ফ্রান্সিসের বেদির কাছে। পঞ্চম শতকে নির্মিত রোমের হৃদয়ে অবস্থিত এই চারটি পোপাল বাসিলিকার অন্যতমটিতে ইতোমধ্যে সাতজন পোপের সমাধি রয়েছে।

কুমারী মেরির প্রতি গভীর ভক্তি পোষণ করতেন ফ্রান্সিস। তিনি বিদেশ সফরে যাওয়ার আগে এবং রোমে ফেরার পর নিয়মিত এই ব্যাসিলিকায় প্রার্থনা করতেন।

২০২৩ সালে তিনি ঘোষণা করেন, মৃত্যুর পর এই বাসিলিকাতেই তাকে সমাহিত করা হোক।

সর্বশেষ যে পোপকে এখানে সমাহিত করা হয়েছিল তিনি হলেন ক্লেমেন্ট নবম, ১৬৬৯ সালে।

রোমের চারটি পোপাল বাসিলিকার মধ্যে অন্যতম সান্তা মারিয়া মায়োরে, যেখানে স্থাপত্যবিদ ও ভাস্কর গিয়ান লোরেঞ্জো বের্নিনির মতো খ্যাতিমান ব্যক্তিদের কবরও রয়েছে। বের্নিনি সেন্ট পিটার্স স্কয়ার ও তার চারপাশের স্তম্ভগুলোর নকশা করেছিলেন।

৪৩২ সালের দিকে পোপ সিক্সটাস তৃতীয়ের আমলে নির্মিত এই ব্যাসিলিকায় ক্যাথলিক চার্চের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষিত রয়েছে, যার মধ্যে রয়েছে শিশু যিশুকে কোলে নিয়ে থাকা কুমারী মেরির একটি চিত্র, যেটি সেন্ট লুকের কাজ বলে বিবেচিত।

হোর্হে বেরগোলিও নামধারী পোপ ফ্রান্সিস তার উইলে নির্দিষ্ট করে দিয়েছিলেন তার সমাধির স্থান এবং সেখানেই একটি অনাড়ম্বর সমাধি নির্মাণের অনুরোধ রেখেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমিক বান্ধব পেনশন স্কীম চালু করার সুপারিশ সংস্কার কমিশনের
৮শ’ কর্মী ও স্বেচ্ছাসেবীর সমন্বয়ে ডিএসসিসি’র মশক নিধন অভিযান
ভোলায় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত আটক 
পোপের মৃত্যুতে শোক জানালেন ইসরাইলের নেতানিয়াহু
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা
ক্যাম্বোডিয়া সফর শেষে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে থাই প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে আবারও ভাঙন শুরু, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
নারীহত্যা রোধে পদক্ষেপ নিতে ব্যর্থ কেনিয়া : অধিকারকর্মীদের অভিযোগ
কাশ্মীরে হামলা : এবার ভারতীয়দের ভিসা স্থগিত করল পাকিস্তান
সরকার শীঘ্রই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে : প্রেস সচিব
১০