ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ইরানের মধ্যস্থতার প্রস্তাব

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৮:০৩

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস): কাশ্মীর অঞ্চলে সাম্প্রতিক এক প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এমন সংবেদনশীল পরিস্থিতিতে দু'দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।

তেহরান থেকে এএফপি জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলোচনায় তিনি ‘উত্তেজনা কমাতে ইরানের শুভেচ্ছাপূর্ণ প্রচেষ্টা অব্যাহত রাখার’ প্রস্তাব দেন।

আরাগচি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বের টুইটার) এক পোস্টে লেখেন, তাঁর দেশ ‘সংঘাত নিরসনে নিজের সদিচ্ছার মাধ্যমে সহায়তা করতে প্রস্তুত’ রয়েছে।

ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীর অঞ্চলের ওপর সম্পূর্ণ মালিকানা দাবি করে থাকে। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্তির পর থেকেই এ অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে।

সাম্প্রতিক হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে, যার ফলে সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে এবং কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান এমন এক সময়ে এই মধ্যস্থতার প্রস্তাব দিল যখন পশ্চিম এশিয়ায় ইরানের কূটনৈতিক প্রভাব বৃদ্ধির প্রয়াস লক্ষ করা যাচ্ছে।

ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই ইরানের ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যা তাকে একটি গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার সুযোগ করে দিতে পারে।

তবে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের ইতিহাস এবং উভয় দেশের জাতীয়তাবাদী আবেগের প্রবল উপস্থিতি ইরানের প্রচেষ্টাকে সফল করতে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে কাজ করতে পারে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০