নিলামে নেপোলিয়নের তরবারি

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২২:৩৫

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফরাসি সম্রাট নেপোলিয়নের ব্যক্তিগত ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি একটি তরবারি আগামী মাসে প্যারিসে নিলামে তোলা হবে বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান।

প্যারিস খেকে এএফপি জানায়, নেপোলিয়ন ১৮০২ সালে তরবারিটি অর্ডার দিয়েছিলেন এবং পুরো শাসনামলে এটি নিজের কাছে রেখেছিলেন।

নিলাম সংস্থা গিকেলো শুক্রবার জানিয়েছে, আগামী ২২ মে প্যারিসে নিলামে ওঠার সময় তরবারিটির মূল্য ৭ লাখ থেকে ১০ লাখ ইউরো (৮ লাখ থেকে ১১ লাখ মার্কিন ডলার) পর্যন্ত উঠতে পারে বলে তারা আশা করছে।

নেপোলিয়ন তরবারিটি তার ঘনিষ্ঠ মিত্র ইমানুয়েল দ্য গ্রুশির কাছে হস্তান্তর করেছিলেন। নেপোলিয়ন তাকে তার সাম্রাজ্যের শেষ মার্শাল পদে অভিষিক্ত করেছিলেন।

১৮১৫ সাল থেকে, অর্থাৎ ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয়ের বছর থেকেই, তরবারিটি গ্রুশির পরিবারের অধীনে রয়েছে।

এ তরবারির অনুরূপ আরেকটি কপি, যেটি নেপোলিয়ন নিজেই কমিশন করেছিলেন, বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

ফ্রান্সে নেপোলিয়ন সংক্রান্ত বিভিন্ন স্মারক নিয়মিতভাবে নিলামে উঠছে। এসব নিলামে সংগ্রাহকদের ব্যাপক আগ্রহের কারণে বেচাকেনা বেশ জমজমাট।

গত জুলাইয়ে ফ্রান্সে নেপোলিয়নের দুটো পিস্তল নিলামে বিক্রি হয়েছিল ১৭ লাখ ইউরোতে। পিস্তল দুটি তিনি একসময় আত্মহত্যার উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিলেন। আর ২০২৩ সালের নভেম্বরে নেপোলিয়নের বিখ্যাত ‘বাইকর্ন’ টুপি রেকর্ড দামে, ১৯ লাখ ইউরোতে বিক্রি হয়।

এছাড়া, পোপ পিয়াস সপ্তমকে ১৮০৯ সালে অপহরণের ঘটনায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে নেপোলিয়নের হাতে লেখা একটি চিঠি এই সপ্তাহান্তে প্যারিসের বাইরে নিলামে উঠবে। চিঠিটির মূল্য ১২ হাজার থেকে ১৫ হাজার ইউরোর মধ্যে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসিএস অফিসার হয়ে মা-বাবার দুঃখ ঘোচানোর স্বপ্ন দেখতেন শহীদ হৃদয়
রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের গুরুত্ব ও সদ্ব্যবহারে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান সুপ্রদীপ চাকমা’র
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাড
ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ঢাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ডাস্টবিন স্থাপন
'সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদযাপন
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
পোপ ফ্রান্সিস রোমের সান্তা মারিয়া মেজোরে গির্জায় সমাহিত 
সড়ক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পার্বত্য উপদেষ্টা
পোপের শেষকৃত্যে জনতার ভিড়ে উইকিলিকস প্রতিষ্ঠাতা আসাঞ্জ
১০