পোপের শেষকৃত্যে জনতার ভিড়ে উইকিলিকস প্রতিষ্ঠাতা আসাঞ্জ

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২২:৫৫

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫ (বাসস): উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ শনিবার রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনতার সঙ্গে যোগ দিয়েছেন। আসাঞ্জের স্ত্রী স্টেলা আসাঞ্জ এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান।

‘এখন জুলিয়ান মুক্ত। আমরা সবাই রোমে এসেছি আমাদের পরিবারের পক্ষ থেকে পোপের সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে,’ বলেন স্টেলা আসাঞ্জ।

২০২৪ সালে এক প্লি বার্গেনের (দোষ স্বীকারের বিনিময়ে কম শাস্তি) মাধ্যমে দীর্ঘ কারাবন্দি জীবন শেষে মুক্তি পান জুলিয়ান আসাঞ্জ। এর আগে টানা ১৪ বছর তিনি ব্রিটেনে একদিকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে, অন্যদিকে বেলমার্শ কারাগারে বন্দি অবস্থায় কাটান।

স্টেলা আসাঞ্জ জানান, ‘২০২৩ সালের জুনে আমাদের সন্তানদের সঙ্গে আমি পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম জুলিয়ানকে বেলমার্শ কারাগার থেকে মুক্ত করার বিষয়ে আলোচনা করতে।’

তিনি আরও জানান, ‘পোপ ফ্রান্সিস নিজে জুলিয়ানকে কারাগারে চিঠি লিখেছিলেন এবং এমনকি তাঁকে ভ্যাটিকানে আশ্রয় দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।’

‘রোমের বিখ্যাত ভিয়া দেলা কনচিলিয়াজিওনে সড়কের কাছে, যা সেন্ট পিটার্স স্কয়ারের দিকে এগিয়ে গেছে, জনতার ভিড়ে মিশে ছিলেন আসাঞ্জ পরিবার।

আসাঞ্জের মামলা এখনো বিশ্বজুড়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে। উইকিলিকসে প্রকাশিত নথিগুলোতে ছিল বিদেশি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্রের সোজাসাপটা মূল্যায়ন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য এবং মিত্র দেশগুলোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির বিবরণ।

সমর্থকরা আসাঞ্জকে মুক্তচিন্তার প্রতীক হিসেবে অভিহিত করেন এবং মনে করেন তিনি সরকারি নিপীড়নের শিকার হয়েছেন। 

অন্যদিকে, সমালোচকরা তাঁকে বেপরোয়া ব্লগার বলে অভিহিত করেন, যার অনিয়ন্ত্রিত তথ্য প্রকাশ বহু মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছিল এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
১০