সাহেল জিহাদি হুমকি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান আফ্রিকান ইউনিয়নের

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০২

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : উত্তর বেনিনে ইসলামপন্থীদের দায়ী করা একটি সাম্প্রতিক হামলায় ৫৪ জন সৈন্য নিহত হওয়ার পর, শনিবার আফ্রিকান ইউনিয়ন সাহেল অঞ্চলে জিহাদি সহিংসতা মোকাবেলায় জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নাইজার এবং বুরকিনা ফাসো উভয়ের সীমান্তবর্তী এই অঞ্চলে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। গত ১৭ এপ্রিল সন্দেহভাজন চরমপন্থীরা একটি জাতীয় উদ্যানে সামরিক চৌকিতে আক্রমণ করেছে। 

বেনিনের সরকার এই হামলার জন্য নাইজার এবং বুরকিনা ফাসো থেকে আসা সন্ত্রাসীদের দায়ী করেছে। উভয় দেশই সামরিক কর্মকর্তা কর্তৃক শাসিত। যারা সাহেলে দীর্ঘকাল ধরে চলমান জিহাদিদের সন্ত্রাস দমনের প্রতিশ্রুতিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল গ্রহণ করেছিলেন।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহামুদ আলী ইউসুফ সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন। 

এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ‘সাহেলে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেয়’।

বুধবার, বেনিন বুরকিনা ফাসো এবং নাইজারের সরকারের সাথে সহযোগিতার অভাবের সমালোচনা করেছেন। যা আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার শিকার হয়েছে।

বুরকিনা ফাসো এবং নাইজার পশ্চিমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং বেনিনকে অস্থিতিশীল করার জন্য বিদেশি সামরিক ঘাঁটি আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে।

বেনিন অভিযোগ অস্বীকার করেছে।

গত ১৭ এপ্রিলের হামলার দায় স্বীকার করে আল-কায়েদা-অনুমোদিত গ্রুপ ফর দ্য সাপোর্ট অফ ইসলাম অ্যান্ড মুসলিমস। যারা দাবি করে ৭০ জন বেনিনীজ সেনা তাদের হামলায় নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
রাজশাহীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৮
সাবেক যুগ্ম সচিব ও আওয়ামী লীগ নেতা সিরাজুল কারাগারে
লিগ্যাল এইড-এ ৪ লাখ ৯৯ হাজার ৬৬৬ জনকে আইনি পরামর্শ সেবা
হিট প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
চার নতুন মুখ নিয়ে ওমানের দল ঘোষণা
১০