মার্কিন হামলায় ইয়েমেনের রাজধানীতে ৮ জন আহত

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৩:১২

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইরান-সমর্থিত হুথি শনিবার জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানাসহ তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে মার্কিন হামলায় কমপক্ষে আটজন আহত হয়েছেন।

সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হুথি-পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, ‘সানার আল-রাওদার পশ্চিমে একটি আবাসিক জেলাকে লক্ষ্য করে আমেরিকান শত্রুদের হামলায় দুই শিশুসহ মোট আটজন আহত হয়েছেন।’

শনিবারের শুরুতে সানায় একজন এএফপি সংবাদদাতা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত দেশের বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী হুথিরা দেশের অন্যান্য এলাকাতে মার্কিন হামলার কথা বলেছেন। যার মধ্যে উত্তরে তাদের শক্ত ঘাঁটি সাদাও রয়েছে বলে তারা জানায়।

তারা জানিয়েছে, পশ্চিম হোদেইদা অঞ্চলের রাস ইসার জ্বালানি বন্দর। যেখানে তারা বলেছে এক সপ্তাহেরও বেশি সময় আগে বিমান হামলায় ৮০ জন নিহত হয়েছিল। সেখানেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুথিরা নিজেদেরকে ইসরাইল-হামাস যুদ্ধের সময় গাজার রক্ষক হিসেবে উপস্থাপন করে। 

তারা নিয়মিতভাবে ইসরাইল এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী ২০২৪ সালের জানুয়ারী থেকে তাদের অবস্থানগুলোতে আক্রমণ চালিয়ে আসছে। তারা বলছে, তারা ‘ইরান-সমর্থিত হুথি সন্ত্রাসীদের’ আক্রমণ বন্ধ করার জন্য তাদের লক্ষ্যবস্তু করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে, এই আক্রমণগুলো তীব্রতর হয়েছে। গত মাস ধরে প্রায় প্রতিদিনই হামলা চলছে। 

শনিবার, হুথিরা জানিয়েছে, তারা ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে,  তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র এবং পূর্ব থেকে আসা একটি ড্রোনকে প্রতিহত করেছে। 

শনিবার, এই অঞ্চলে মার্কিন সামরিক কমান্ড, সেন্টকম, মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস. ট্রুম্যান এবং কার্ল ভিনসনের হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর ফুটেজ পোস্ট করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
১০