মার্সেই, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস): ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু শনিবার মসজিদের ভেতরে নামাজরত একজন মুসলিম ব্যক্তিকে ছুরিকাঘাতের নিন্দা জানিয়েছেন। পুলিশ সন্দেহভাজন খুনিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার ফ্রান্সের দক্ষিণে গার্ড অঞ্চলের লা গ্র্যান্ড-কম্ব গ্রামে হামলার সময় হামলাকারী নামাজরত ব্যক্তিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং পরে চিৎকার করে ইসলামের বিরুদ্ধে অশালীন উক্তি করে ওই সময় সে তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে।
এক্স-এ পোস্ট করা এক বার্তায় বেরু লিখেছেন, ‘গতকাল একজন নামাজীকে হত্যা করা হয়েছে।’ তিনি আরো বলেন ‘এক ভিডিওতে ইসলামবিদ্বেষী নৃশংসতা প্রদর্শিত হয়েছে।’
বেরু আরো লিখেছেন ‘আমরা ভুক্তভোগীর প্রিয়জনদের ও শোকার্তদের পাশে আছি। খুনিকে গ্রেফতার ও তার শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে।’
শনিবার সকালে, তদন্তকারীরা বলেন, তারা ওই হত্যাকাণ্ডকে একটি ইসলাম বিদ্বেষী অপরাধ হিসেবে বিবেচনা করছেন।
আঞ্চলিক কৌঁসুলি আবদেলক্রিম গ্রিনি এএফপিকে বলেন, শনিবার পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তি পলাতক ছিল।
অভিযুক্ত অপরাধীর ফোন দিয়ে ধারণ করা ভিডিও ফুটেজটিতে লোকটিকে যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে। ভিডিওটি অন্য একজনের কাছে পাঠালে পরে সেটি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে তা মুছে ফেলা হয়।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে হত্যাকাণ্ডটি দেখানো হয়নি তবে মসজিদের ভেতরের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা হয়েছে। তার নিজের ফুটেজে খুনি ওই ক্যামেরাগুলো লক্ষ্য করে এবং তাকে বলতে শোনা যায়, ‘আমাকে গ্রেফতার করা হবে, এটা নিশ্চিত।’
নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একটি সূত্র জানায়, সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করা হয়নি। তবে, তাকে বসনিয়ার বংশোদ্ভূত একজন অমুসলিম ফরাসি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।
প্রসিকিউটর গ্রিনি বলেন, ‘ওই ব্যক্তিকে জোর দিয়ে খোঁজা হচ্ছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে।’