রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উৎখাত হয়নি ইউক্রেন : দাবি জেলেনস্কির

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০০:১১ আপডেট: : ২৮ এপ্রিল ২০২৫, ০০:২১
ফাইল ছবি

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার জানিয়েছেন, মস্কো তার পশ্চিমাঞ্চলের 'সম্পূর্ণ মুক্তির' দাবি করার একদিন পরও ইউক্রেনের সেনাবাহিনী এখনও রাশিয়ার কুরস্ক অঞ্চলে লড়াই চালিয়ে যাচ্ছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, কিয়েভ আশা করেছিল, ভবিষ্যতের শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে দরকষাকষির জন্য কুরস্ক অঞ্চলের ভূমি ব্যবহার করতে পারবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অভিযান শুরুর পর রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের বিস্তৃত অংশ দখল করে রেখেছে।

'আমাদের সেনারা কুরস্ক ও বেলগোরোদ অঞ্চলের নির্ধারিত এলাকায় সক্রিয়ভাবে প্রতিরক্ষা চালিয়ে যাচ্ছে,' টেলিগ্রামে এ কথা বলেন জেলেনস্কি। তিনি জানান, কুরস্কসহ অনেক এলাকায় পরিস্থিতি এখনও কঠিন।

শনিবার রাশিয়া দাবি করেছিল, তারা কুরস্ক সীমান্ত অঞ্চলের গর্নাল দখল করেছে, যা ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন শেষ বসতি ছিল। গত আগস্টে কিয়েভ ওই অঞ্চলে চমকপ্রদ হামলা চালিয়েছিল।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার এই দাবি 'প্রচারণামূলক কৌশল' বলে উড়িয়ে দেয় এবং জানায়, তাদের বাহিনী এখনও অবস্থান করছে।

'সামনের সারির বাস্তব পরিস্থিতি ও রুশ সেনাবাহিনীর কার্যক্রম প্রমাণ করে যে, রাশিয়াকে এই যুদ্ধ থামাতে পর্যাপ্ত চাপ প্রয়োগ করা হয়নি,' বলেন জেলেনস্কি। তিনি রাশিয়ার ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানান, যাতে ''বাস্তব কূটনীতির' জন্য সুযোগ তৈরি হয়।

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ

ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার একদিন পর এই মন্তব্য এলো।

সেন্ট পিটার্স ব্যাসিলিকায় তাদের সংক্ষিপ্ত আলাপের পর ট্রাম্প সন্দেহ প্রকাশ করেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আদৌ যুদ্ধের অবসান চান কি না। পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে দেওয়া এবং লাখো প্রাণহানির জন্য এ যুদ্ধ দায়ী।

পরের রাতেই রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পূর্ব ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চারজনকে হত্যা করে এবং ডজনখানেকেরও বেশি মানুষকে আহত করে।

রুশ সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ কুরস্ক অভিযানে অংশগ্রহণকারী উত্তর কোরীয় সৈন্যদের "বীরত্বের" প্রশংসা করেছেন এবং এই প্রথমবার তাদের যুদ্ধ অংশগ্রহণের কথা স্বীকার করেছেন।

রাশিয়ার কয়েকজন সামরিক ব্লগার, যারা যুদ্ধ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন, জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন সীমান্তের বনাঞ্চলে এখনও লড়াই চলছে।

রোববার একটি রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারে কুরস্কের এক স্থানীয় রুশ সেনা কমান্ডারও জানিয়েছেন, ওই অঞ্চলে সেনা অভিযান অব্যাহত রয়েছে।

'বাফার জোন' তৈরির পরিকল্পনা

২০২৪ সালের আগস্টে ইউক্রেনীয় বাহিনী কুরস্কে হামলা চালায়—যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত ট্যাংক যুদ্ধ হয়েছিল। এই পাল্টা অভিযানে তারা একটি পাম্পিং স্টেশন দখল করে নেয়, যেখান দিয়ে একসময় ইউরোপে রুশ গ্যাস সরবরাহ হতো।

কিন্তু এরপর মস্কো ইউক্রেনীয় সেনাদের প্রতিরক্ষামুখী হতে বাধ্য করে এবং ধীরে ধীরে অঞ্চলটির অধিকাংশ ফের দখল করে নেয়।

২০২৫ সালের মার্চে ইউক্রেন সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সহায়তা হারানোর পর, রাশিয়া আক্রমণ আরও জোরদার করে। এর মধ্যে ছিল একটি গোপন অভিযান, যেখানে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন ব্যবহার করা হয়—এ তথ্য জানায় ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার।

রাশিয়া জানিয়েছে, কুরস্ক পুনর্দখলের পর তারা ইউক্রেনের চারটি অঞ্চলেও অগ্রসর হতে থাকবে, যেগুলো ২০২২ সালে তারা দখল করার দাবি করেছিল।

এছাড়া মস্কো ইউক্রেনের সুমি অঞ্চলে—যেটি রাশিয়ার সীমান্তবর্তী—একটি 'বাফার জোন' তৈরি  পরিকল্পনা করছে বলে জানিয়েছেন গেরাসিমভ।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে মস্কোর দখল করা ক্রিমিয়া উপদ্বীপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উৎখাত হয়নি ইউক্রেন : দাবি জেলেনস্কির
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচার দাবি মামুনুল হকের
জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান
সেবা নিশ্চিত ও অনিয়মের বিরুদ্ধে দুদকের পৃথক অভিযান
ট্রাম্পের হুমকিকে অসম্মানজনক বললেন গ্রিনল্যান্ডের নেতা
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শহীদকন্যা লামিয়ার খুনিদের মৃত্যুদণ্ড চান সারজিস
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার কার্যকর, টেকসই ব্যবস্থাপনা 
বিচার ব্যবস্থা সংস্কারে করণীয় সম্পর্কে ব্লাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০