ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় চায় সিঙ্গাপুর

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:১৭

ঢাকা ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথে ফোনে কথা বলার পর সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী বলেছেন, সিঙ্গাপুর দেশটির ফার্মাসিউটিক্যাল রপ্তানির জন্য শুল্ক ছাড়ের বিষয়ে আলোচনা করছে। সিঙ্গাপুর থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

দ্য স্ট্রেইটস টাইমস এর বরাত দিয়ে এএফপি জানায়, সিঙ্গাপুরের  বাণিজ্যমন্ত্রী এবং সিঙ্গাপুর ইকোনমিক রেজিলিয়েন্স টাস্কফোর্সের প্রধান গান কিম ইয়ং রোববার সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানির ১০ শতাংশেরও বেশি অংশ জুড়ে রয়েছে সিঙ্গাপুরের ফার্মাসিউটিক্যাল পণ্য। এনিয়ে তিনি শুক্রবার হাওয়ার্ড লাটনিকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী গান তাঁর লিঙ্কডইন পেজে লেখেন, যদিও যুক্তরাষ্ট্র তাদের ১০ শতাংশের মূল শুল্কহার কমাতে এখনই রাজি নয়, তবে আমরা অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগগুলো অনুসন্ধানে সম্মত হয়েছি এবং বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে থাকবো।

তিনি আরও জানান, ‘আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী লাটনিককে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব আরও উন্নত করার অপেক্ষায় আছি।’

সিঙ্গাপুরের জাতীয় নির্বাচন আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কনীতির কারণে, দেশটি বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মুখে পড়েছে।

সিঙ্গাপুরের ক্ষমতাসীন দল বলেছে, সামনের অর্থনীতির এ উত্তাল পরিস্থিতি মোকাবেলার জন্য একটি শক্তিশালী ম্যান্ডেট পাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০