ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের দখলে থাকা এলাকা পুনরুদ্ধারে সাফল্যের জন্য সোমবার উত্তর কোরিয়ার সৈন্যদের কৃতিত্বের প্রশংসা করেছেন এবং দেশটির নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন । মস্কো থেকে এএফপি এ খবর জানায়।
পুতিনের উদ্ধৃতি দিয়ে ক্রেমলিন বলেছে, ‘উত্তর কোরীয় বন্ধুরা সংহতি, ন্যায়বিচার এবং প্রকৃত সৌহার্দ্যের অনুভূতি দ্বারা পরিচালিত হয়ে কাজ করেছে।’ তিনি বলেন, ‘আমরা এর জন্য অনেক কৃতজ্ঞ এবং ব্যক্তিগতভাবে কমরেড কিম জং উন এবং উত্তর কোরিয়ার জনগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’
রাশিয়ার সশস্ত্র বাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভ শনিবার উত্তর কোরিয়ার সৈন্যদের বীরত্বের প্রশংসা করেন। তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দলকে পরাজিত করতে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছেন বলে তিনি মন্তব্য করেন।
সোমবার উত্তর কোরিয়া প্রথমবারের মতো রাশিয়ায় সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে পিয়ংইয়ংয়ের সৈন্যরা মস্কোকে কুর্স্কের অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করেছে।
দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে জানিয়েছে যে, পিয়ংইয়ং গত বছর কুর্স্কে সাহায্য করার জন্য ১০ সহস্রাধিক সৈন্য পাঠিয়েছে।