মে মাসে তিন দিনের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ২৩:২০

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মে মাসের ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত ইউক্রেনে তিন দিনের আকস্মিক যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন।

মস্কোর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস উদযাপনের সাথে এটি মিলিয়ে নেওয়া হয়েছে বলে সোমবার ক্রেমলিন জানিয়েছে।

মস্কো থেকে এএফপি জানায়, এই ঘোষণা এমন এক সময় এসেছে , যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন বছর ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাতে পুতিনকে 'গুলি বন্ধ করার' এবং 'চুক্তি সই করার' আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউস কূটনৈতিকভাবে সংঘাত অবসানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মস্কো ও কিয়েভের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির ব্যবস্থা করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করে চলেছে, তবে রুশ কর্মকর্তাদের সাথে একাধিক দফা আলোচনা সত্ত্বেও তারা ক্রেমলিনের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো ছাড় আদায় করতে সক্ষম হয়নি।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, 'মানবিক বিবেচনায় রুশপক্ষ বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছে।'

বিবৃতিতে আরও বলা হয়, ৮ থেকে ১০ মে পর্যন্ত 'সমস্ত যুদ্ধ কার্যক্রম বন্ধ থাকবে।'

ক্রেমলিন সতর্ক করে জানিয়েছে, 'রাশিয়া মনে করে, ইউক্রেনীয় পক্ষেরও এ উদাহরণ অনুসরণ করা উচিত। যদি ইউক্রেনীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে রুশ সশস্ত্র বাহিনী যথাযথ ও কার্যকর জবাব দেবে।'

এর আগে ইস্টার উপলক্ষে ক্রেমলিন ৩০ ঘণ্টার একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। তখন উভয়পক্ষ যুদ্ধের মাত্রা কিছুটা কমে আসার কথা বললেও, একে অপরের বিরুদ্ধে শত শত লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
১০