রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি 'অর্থহীন যুদ্ধ' বন্ধ করার’ আহ্বান রুবিও’র

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪১

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রোববারের ফোনালাপের উপর বিবৃতি দিতে গিয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এই অর্থহীন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তরিক।’ এই ব্যাপারে রাশিয়া ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, রুবিও ‘রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ এবং এখনই যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তা’ সম্পর্কে লাভরভের সঙ্গে কথা বলেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণসভার সাথে মিল রেখে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার আগে এই ফোনালাপ হয়।

রুবিও রোববার বলেন, যুদ্ধ শেষ করার প্রচেষ্টা মূল্যায়নের জন্য এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিনইে যুদ্ধটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’-এর সাথে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘আশাবাদী হওয়ার কারণ আছে, তবে, এর পাশাপাশি বাস্তববাদী হওয়ারও কারণ আছে।’ তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য অগ্রাধিকারের ওপরও মনোনিবেশ করার সিদ্ধান্ত নিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০