রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি 'অর্থহীন যুদ্ধ' বন্ধ করার’ আহ্বান রুবিও’র

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪১

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রোববারের ফোনালাপের উপর বিবৃতি দিতে গিয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এই অর্থহীন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তরিক।’ এই ব্যাপারে রাশিয়া ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, রুবিও ‘রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ এবং এখনই যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তা’ সম্পর্কে লাভরভের সঙ্গে কথা বলেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণসভার সাথে মিল রেখে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার আগে এই ফোনালাপ হয়।

রুবিও রোববার বলেন, যুদ্ধ শেষ করার প্রচেষ্টা মূল্যায়নের জন্য এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিনইে যুদ্ধটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’-এর সাথে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘আশাবাদী হওয়ার কারণ আছে, তবে, এর পাশাপাশি বাস্তববাদী হওয়ারও কারণ আছে।’ তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য অগ্রাধিকারের ওপরও মনোনিবেশ করার সিদ্ধান্ত নিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
১০০টিরও বেশি বোয়িং বিমান কিনবে কোরিয়া
১০