পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): পহেলগামে ভয়াবহ হামলা নিয়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনার মধ্যে পাকিস্তানে সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠানোর খবর অস্বীকার করেছে তুরস্ক।

মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তুরস্ক সরকারের যোগাযোগ অধিদফতর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ‘তুরস্ক পাকিস্তানে অস্ত্র ভর্তি ছয়টি বিমান পাঠিয়েছে’ শিরোনামে কিছু সংবাদমাধ্যমের প্রকাশিত এই সংবাদটি সত্য নয়।

আনাদোলুর উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানিয়েছে, একটি তুর্কি পরিবহন বিমান শুধু জ্বালানি ভরার জন্য পাকিস্তানে অবতরণ করে এবং পরে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বিমানটি পাকিস্তান ছেড়ে গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান ভারত ও পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানোর পর দেশটির পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করা হলো।

এরআগে রোববার ‘টাইমস অব ইন্ডিয়ার’ প্রতিবেদনে জানানো হয়, ২৭ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস-ওয়ানহান্ড্রেড-থার্টি কার্গোবিমান করাচিতে অবতরণ করেছে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল।

তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করেছে তারা।

এদিকে এশিয়ার দুই প্রতিবেশীর চলমান উত্তেজনা নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় সাংবাদিকদের তুরস্কের প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়ার আগেই তুরস্ক শিগগিরই পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়।

তিনি বলেন, ‘আমরা চাই পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা যত তাড়াতাড়ি সম্ভব হ্রাস করা হোক, যাতে পরিস্থিতি আরো গুরুতর হয়ে না ওঠে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০