পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): পহেলগামে ভয়াবহ হামলা নিয়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনার মধ্যে পাকিস্তানে সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠানোর খবর অস্বীকার করেছে তুরস্ক।

মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তুরস্ক সরকারের যোগাযোগ অধিদফতর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ‘তুরস্ক পাকিস্তানে অস্ত্র ভর্তি ছয়টি বিমান পাঠিয়েছে’ শিরোনামে কিছু সংবাদমাধ্যমের প্রকাশিত এই সংবাদটি সত্য নয়।

আনাদোলুর উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানিয়েছে, একটি তুর্কি পরিবহন বিমান শুধু জ্বালানি ভরার জন্য পাকিস্তানে অবতরণ করে এবং পরে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বিমানটি পাকিস্তান ছেড়ে গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান ভারত ও পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানোর পর দেশটির পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করা হলো।

এরআগে রোববার ‘টাইমস অব ইন্ডিয়ার’ প্রতিবেদনে জানানো হয়, ২৭ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস-ওয়ানহান্ড্রেড-থার্টি কার্গোবিমান করাচিতে অবতরণ করেছে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল।

তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করেছে তারা।

এদিকে এশিয়ার দুই প্রতিবেশীর চলমান উত্তেজনা নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় সাংবাদিকদের তুরস্কের প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়ার আগেই তুরস্ক শিগগিরই পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়।

তিনি বলেন, ‘আমরা চাই পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা যত তাড়াতাড়ি সম্ভব হ্রাস করা হোক, যাতে পরিস্থিতি আরো গুরুতর হয়ে না ওঠে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০