ইরান বিশ্বের ১১০টি দেশে হালাল খাবার রপ্তানি করে

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): ইরানের মান নিয়ন্ত্রণ ও বিপনণ গবেষণা বিভাগের পরিচালক বলেছেন, ‘হালাল খাদ্যপণ্য ইরানের একটি বড় রপ্তানি পণ্য। মালয়েশিয়া, সিঙ্গাপুর, উপসাগরীয় দেশসমূহ এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে এসব পণ্যের চাহিদা ব্যাপক।’

ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ এই খবর জানায়।

তেহরানে‘ ইরানি সিটি অ্যান্ড সিটিজেনশিপ নিউজ এজেন্সি’ (আইএমএনএ)-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ‘কিওমারস ইয়াগময়ী’ ইরানের অর্থনীতিতে খাদ্যপণ্যের ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, ‘ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, রাশিয়া এবং কিছু ইউরোপীয় দেশে রপ্তানি এই অঞ্চলের বাজারে একটি উল্লেখযোগ্য অংশ দখল করেছে। যদিও অতীতে খাদ্যপণ্য পাচার অভ্যন্তরীণ বাজার বৃদ্ধি ও রপ্তানি বিকাশে বাধা সৃষ্টি করেছিল, তবে তদারকি বৃদ্ধি এবং স্থানীয় উৎপাদন শক্তিশালীকরণের ফলে ইরানি ব্র্যান্ডগুলোর চাহিদা বেড়েছে।’

‘কিওমারস ইয়াগময়ী’ উল্লেখ করেছেন, নতুন বাজারে প্রবেশের ক্ষেত্রে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যেমন ব্যাপক বাজার গবেষণার অভাব, খাদ্য মানের ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সাথে তীব্র প্রতিযোগিতা ইত্যাদি। 

তিনি বলেছেন, ‘সাফল্য অর্জনের জন্য ইরানি কোম্পানিগুলোকে টার্গেটকৃত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা নিয়ে গভীর গবেষণা করতে হবে এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।’

ইরানের মান নিয়ন্ত্রণ ও বিপণন গবেষণা বিভাগের এই পরিচালক আরো বলেছেন, ‘সাংহাই সহযোগিতা সংস্থা, ইউরেশীয় ইউনিয়ন এবং ব্রিক্স-এর মতো সংস্থাগুলোতে ইরানের সদস্যপদ খাদ্য শিল্পের রপ্তানি বৃদ্ধির জন্য একটি মূল্যবান সুযোগ তৈরি করেছে। এই সংস্থাগুলোর সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক বাধা কমলে ইরানি ব্র্যান্ডগুলোর জন্য আঞ্চলিক ও মধ্য এশিয়ার বাজারে ব্যাপক প্রবেশের পথ সুগম হবে।’

‘কিওমারস ইয়াগময়ী’ জোর দিয়ে বলেছেন, ‘উৎপাদনের মান উন্নয়ন, বিদেশি ভোক্তাদের চাহিদা বুঝতে পারা এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার মাধ্যমে ইরানের খাদ্য শিল্প প্রতিবেশী বাজারে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। তবে দ্রুত প্রবৃদ্ধির জন্য আন্তর্জাতিক সুযোগগুলোর সদ্ব্যবহার করা এখনো অপরিহার্য।’

প্রতিবেদন বলা হয়েছে, গতকাল সোমবার থেকে তেহরানে ১১০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ইরান এক্সপো -২০২৫’ শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
১০