দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি অভিযান : ইয়োনহাপ 

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:২৫

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বাড়িতে দেশটির প্রসিকিউটররাবুধবার তল্লাশি অভিযান চালিয়েছেন। সাবেক ফাস্ট লেডির জন্য একজন ওঝার মহামূল্যবান উপহার গ্রহণ করার অভিযোগের তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে ইয়োনহাপ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়। 

গত ৩ ডিসেম্বরের বিপর্যয়কর সামরিক আইন ঘোষণার কারণে এই মাসের শুরুতে সাংবিধানিক আদালত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে সমস্ত ক্ষমতা এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে।

তাকে প্রেসিডেন্টের বাসভবন থেকে সরে যেতে এবং সিউলের সিওচো জেলায় তার দীর্ঘদিনের পূর্ববর্তী বাড়িতে চলে যেতে বাধ্য করা হয়।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, ‘তার পরিবারের সাথে একজন বিতর্কিত ওঝার সম্পর্কের বিষয়ে বিভিন্ন সন্দেহের তদন্তের অংশ হিসাবে প্রসিকিউটররা ইউনের বাড়িতে অভিযান চালিয়েছে’। 

জিওন সিওং-বে নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউনিফিকেশন চার্চের একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে একটি হীরার নেকলেস, একটি বিলাসবহুল ব্যাগ এবং জনপ্রিয় স্বাস্থ্য টনিক জিনসেং যার দাম হাজার হতে পারে গ্রহণ করেছিলেন এবং ইউনের স্ত্রী কিম কেওন হিকে দিয়েছিলেন।

জিওন দাবি করেছেন, তিনি উপহারগুলো হারিয়েছেন এবং কখনও কিমের কাছে পৌঁছে দেননি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রসিকিউটররা গির্জা গোষ্ঠীর কর্মকর্তার কাছ থেকে একটি টেক্সট বার্তা পেয়েছেন যা মুনিজ নামে পরিচিত, যেখানে তিনি ‘নেকলেসটি ফেরত দেওয়ার দাবি করেছেন।

ইয়োনহাপ আরো জানিয়েছে, প্রসিকিউশন ‘কথিত উপহার বিতরণের সত্যতা যাচাই করার’ চেষ্টা করছে এবং তৎকালীন ফার্স্ট লেডি কখনও সেগুলো পেয়েছিলেন কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০