ভারতের হোটেলে অগ্নিকাণ্ডে ১৫ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৩৪

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভারতের কলকাতার এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি হয়েছে। পুলিশ বুধবার জানায়, কয়েকজন জানালা দিয়ে ছাদে উঠে পালিয়ে যান।

কলকাতা থেকে এএফপি এ তথ্য জানায়।

মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের পর কলকাতার পুলিশ প্রধান মনোজ ভার্মা এএফপিকে বলেন, হোটেলটির কক্ষ ও ছাদ থেকে বেশ ক’জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘এই ঘটনায় দুই শিশু ও এক নারীসহ মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।’ 

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

দেড় কোটির বেশি মানুষের ব্যস্ত মহানগর কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী। রাজ্যটি তৃণমূল কংগ্রেস পার্টি শাসিত।

মনোজ বলেন, ‘হোটেলটি একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। অনেক লোক শ্বাসরোধে মারা গেছে বলে মনে করা হচ্ছে।’ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

জনবহুল কলকাতায় অবস্থিত ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের সময় সেখানে ৮৮ জন অতিথি ছিলেন।

এই ঘটনায় প্রায় এক ডজন মানুষ দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

অগ্নিনির্বাপণ সরঞ্জামের অভাব ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে ভারতে প্রায়ই ভবনে অগ্নিকাণ্ড ঘটে থাকে।

গত বছর, পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের পাটনার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ছয়জনের প্রাণহানি ঘটে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া কলকাতার ওই ভবনের আগুনের ছবি প্রকাশ করেছে। 

সংস্থাটি জানিয়েছে ‘অনেক লোককে ভবনের জানালা দিয়ে পালানোর চেষ্টা করতে দেখা গেছে।’ 

কলকাতার দ্য টেলিগ্রাফ সংবাদপত্র জানিয়েছে, আগুন থেকে বাঁচতে গিয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়ে কমপক্ষে একজন মারা গেছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
১০