চীনের শেনঝু-১৯ নভোচারীরা ভূপৃষ্ঠে ফিরেছেন : রাষ্ট্রীয় গণমাধ্যম

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:৫৫ আপডেট: : ৩০ এপ্রিল ২০২৫, ১৯:১৯

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : চীনের শেনঝোউ-১৯ মিশনের তিন নভোচারী ছয় মাস মহাকাশে কাটানোর পর বুধবার ভূপৃষ্ঠে ফিরে এসেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে। বেইজিং মহাকাশ পরাশক্তি হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে।

বেইজিং থেকে এএফপি জানায়, চীন সাম্প্রতিক বছরগুলোতে তাদের মহাকাশ কর্মসূচিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে চন্দ্রপৃষ্ঠে একটি মানববাহী অভিযানের বাস্তবায়ন এবং পরবর্তীতে সেখানে একটি ঘাঁটি স্থাপন।

গত সপ্তাহে তাদের সর্বশেষ উৎক্ষেপণে তিন নভোচারীকে তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠানো হয়, যা শেনঝু-২০ মিশনের সূচনা হিসেবে চিহ্নিত।

তারা শেনঝি-১৯-এর ক্রু সদস্য কাই সুঝে, সং লিংডং এবং ওয়াং হাওঝে’র স্থলাভিষিক্ত হয়েছেন। তাদের অবতরণ ক্যাপসুল বুধবার উত্তর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) প্রচারিত ছবিতে দেখা যায়, লাল-সাদা ডোরাকাটা প্যারাসু্যটে যুক্ত ক্যাপসুলটি নীল আকাশ চিরে নামছে এবং শেষে বাদামি মরুভূমির ধুলোর মেঘের মধ্যে অবতরণ করছে।

অক্টোবর থেকে তারা মহাকাশ স্টেশনে কাজ করে যাচ্ছিলেন, সেখানে তারা নানা বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছেন এবং সর্বকালের দীর্ঘতম মহাকাশ-চলাচলের নতুন রেকর্ড গড়েছেন।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে এই দলের মঙ্গলবার ফিরে আসার কথা ছিল, তবে আবহাওয়া খারাপ থাকায় মিশন একদিন পিছিয়ে দেওয়া হয়।

৩৫ বছর বয়সী ওয়াং ছিলেন ওই সময়ের একমাত্র চীনা নারী মহাকাশ প্রকৌশলী, জানিয়েছে চীনা মানব মহাকাশ সংস্থা (সিএমএসএ)।

মিশনের কমান্ডার কাই, ৪৮ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর পাইলট, ২০২২ সালে শেনঝু-১৪ মিশনের অংশ হিসেবে তিয়ানগংয়ে কর্মরত ছিলেন।

৩৪ বছর বয়সী সংও একসময় বিমানবাহিনীতে পাইলট ছিলেন। এই ত্রয়ীকে চীনে জনপ্রিয়ভাবে ‘তাইকোনট’ (চীনা নভোচারী) নামে ডাকা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০