জলবায়ু পরিবর্তন মূল্যায়ন প্রকল্প থেকে গবেষকদের বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন: রিপোর্ট

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২১:৫২
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের প্রকল্পে নিয়োজিত একদল বিজ্ঞানী ও গবেষককে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। প্রকল্পে ‘নতুনভাবে পদ্ধতি নির্ধারণের প্রয়োজন’ উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘ন্যাশনাল ক্লাইমেট অ্যাসেসমেন্ট’ শিরোনামের এ মূল্যায়ন প্রকল্পের অংশগ্রহণকারীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, গত তিন দশকেরও বেশি সময় ধরে এটি কংগ্রেস-অনুমোদিত বাধ্যতামূলক একটি কাজ।

ষষ্ঠ ন্যাশনাল ক্লাইমেট অ্যাসেসমেন্টে (এনসিএ৬) যুক্ত গবেষকদের সোমবার একটি ইমেইলের মাধ্যমে জানানো হয়:

‘এই মুহূর্তে, গ্লোবাল চেঞ্জ রিসার্চ অ্যাক্ট ১৯৯০ অনুযায়ী এনসিএ৬-এর কার্যপরিধি পুনর্মূল্যায়ন করা হচ্ছে। সে কারণে বর্তমান সমস্ত অংশগ্রহণকারীকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।’

ইমেইলে আরও উল্লেখ করা হয়, ‘প্রকল্পটির ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী পরবর্তীতে অংশগ্রহণ বা সম্পৃক্ততার সুযোগ থাকতে পারে। আপনাদের সেবার জন্য ধন্যবাদ।’

এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকল্পের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে গেছে। ২০২৪ সালে শুরু হওয়া এই মূল্যায়ন প্রতিবেদনটি ২০২৭ সালের শেষ দিকে বা ২০২৮ সালের শুরুতে প্রকাশের কথা ছিল। প্রতি চার বছর পরপর প্রকাশিত এই নথি জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি প্রামাণিক দলিল হিসেবে বিবেচিত হয়, যা নীতিনির্ধারক ও বিভিন্ন অংশীজন ব্যবহার করে থাকেন বলে প্রতিবেদনে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০