উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজ নির্মাণে রাশিয়ার সহায়তা থাকতে পারে: সিউল

বাসস
প্রকাশ: ০১ মে ২০২৫, ১৭:০৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ১ মে, ২০২৫ (বাসস): উত্তর কোরিয়ার সদ্য উন্মোচিত যুদ্ধজাহাজ ‘চোয়ে হিয়ন’-এর নির্মাণে রাশিয়ার সহায়তা থাকতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যদিও বিষয়টি নিয়ে আরও বিশদ বিশ্লেষণ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সিউল থেকে এএফপি জানায়, উত্তর কোরিয়া সম্প্রতি ৫,০০০ টন ওজনের একটি ডেস্ট্রয়ার-ক্লাস যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে, যা বিশ্লেষকদের মতে স্বল্প-পাল্লার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র সজ্জিত হতে পারে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)-এর মুখপাত্র লি সেওং-জুন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, 'যে অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্বোধন করা হয়েছে তা আমরা পর্যবেক্ষণ করেছি, এবং এতে আমাদের মনে হচ্ছে উত্তর কোরিয়া এ কাজে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি, তহবিল বা সহায়তা পেয়ে থাকতে পারে।'

তিনি আরও জানান, 'এ বিষয়ে আমাদের বিশদ বিশ্লেষণ চলছে।'

এদিকে, চলতি সপ্তাহে উত্তর কোরিয়া প্রথমবারের মতো স্বীকার করেছে যে, তারা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে সহায়তা দিতে সেনা পাঠিয়েছে। পাশাপাশি, দুই দেশের মধ্যে প্রথম সড়ক সেতু নির্মাণের কাজও শুরু হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই সপ্তাহে যুদ্ধজাহাজটির অস্ত্র পরীক্ষা তদারক করেন এবং নৌবাহিনীর পারমাণবিক সক্ষমতা দ্রুত বৃদ্ধি করার নির্দেশ দেন।

উত্তর কোরিয়া দাবি করেছে, যুদ্ধজাহাজটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়ে সজ্জিত এবং আগামী বছরের শুরুতে এটি অপারেশন শুরু করবে।

কিম জং উন জানান, 'এই যুদ্ধজাহাজের আগ্নেয়াস্ত্র ব্যবস্থা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ সব ধরনের শক্তিশালী আঘাত হানার উপকরণগুলোর সঙ্গে একীভূত হয়েছে।'

তবে দক্ষিণ কোরিয়ার জেসিএস মুখপাত্র লি সেওং-জুন বলেন, 'যুদ্ধজাহাজ নির্মাণে সাধারণত কয়েক বছর সময় লাগে এবং পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে আরও কিছু সময় প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'তাই, চোয়ে হিয়ন যুদ্ধজাহাজ উদ্বোধন করা হলেও তার কার্যকর অপারেশনাল মোতায়েনের জন্য আরও অনেক সময় লাগবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০