যুক্তরাজ্যে নিরাপত্তা কমানো নিয়ে প্রিন্স হ্যারি’র আপিলের রায় আজ

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ০৯:৪৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ মে ২০২৫ (বাসস): যুক্তরাজ্যে সফরের সময় প্রিন্স হ্যারির জন্য পুলিশি নিরাপত্তা হ্রাসের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের রায় শুক্রবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত।

লন্ডনের আপিল আদালত শুক্রবার বিকেলে (বাংলাদেশ সময় রাত) এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবে। গত এপ্রিলের শুনানিতে অংশ নিতে হ্যারি বিরলভাবে লন্ডনে উপস্থিত হন।

লন্ডন থেকে এএফপি জানায়, ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান প্রিন্স হ্যারি। এরপর যুক্তরাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, হ্যারিকে আর আগের মতো সরকার-প্রদত্ত নিরাপত্তা দেওয়া হবে না—বরং প্রতিটি সফরের ক্ষেত্রে তা পৃথকভাবে বিবেচনা করা হবে।

প্রথম মামলায় পরাজয়ের পর হ্যারি আপিল করেন। তার আইনজীবীরা বলেন, হ্যারিকে ‘অযৌক্তিক ও কম মানের’ নিরাপত্তা দিয়ে অন্যদের তুলনায় আলাদাভাবে বিবেচনা করা হয়েছে।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, হ্যারি ও মেগান নিউইয়র্ক সিটিতে পাপারাজ্জিদের দ্বারা বিপজ্জনক গাড়ি তাড়া ও আল-কায়েদার হুমকির মুখোমুখি হয়েছিলেন।

রায়টি ভবিষ্যতে প্রিন্স হ্যারি কতটা ঘনঘন যুক্তরাজ্যে আসতে পারবেন তা নির্ধারণ করে দিতে পারে। ১৯৯৭ সালে পাপারাজ্জিদের তাড়া খেয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তার মা প্রিন্সেস ডায়ান। এ বিষয়টি হ্যারিকে এখনও তাড়া করে বেড়ায়।

২০২৪ সালের শুরুতে হাই কোর্ট হ্যারির চ্যালেঞ্জ খারিজ করে বলে, সরকারের সিদ্ধান্ত আইনসঙ্গত ছিল। তবে পরে একজন বিচারক হ্যারিকে আপিল করার সুযোগ দেন।

সরকারের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন, হ্যারির নিরাপত্তা কমানোর সিদ্ধান্তের পেছনের কারণ হলো, তার রাজকীয় অবস্থানের পরিবর্তন ঘটেছে। তিনি এখন অধিকাংশ সময় দেশের বাইরে বসবাস করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে এ বছরেই দেখা করতে চান ট্রাম্প
‘আজকের কণ্ঠ’ নামের একটি পেজ গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুর পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচি শুরু
টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার 
খুলনায় ট্রাক চাপায় রিকশা চালক নিহত
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ঢাকা ও মুন্সিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান
১০