যুক্তরাজ্যে নিরাপত্তা কমানো নিয়ে প্রিন্স হ্যারি’র আপিলের রায় আজ

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ০৯:৪৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ মে ২০২৫ (বাসস): যুক্তরাজ্যে সফরের সময় প্রিন্স হ্যারির জন্য পুলিশি নিরাপত্তা হ্রাসের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের রায় শুক্রবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত।

লন্ডনের আপিল আদালত শুক্রবার বিকেলে (বাংলাদেশ সময় রাত) এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবে। গত এপ্রিলের শুনানিতে অংশ নিতে হ্যারি বিরলভাবে লন্ডনে উপস্থিত হন।

লন্ডন থেকে এএফপি জানায়, ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান প্রিন্স হ্যারি। এরপর যুক্তরাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, হ্যারিকে আর আগের মতো সরকার-প্রদত্ত নিরাপত্তা দেওয়া হবে না—বরং প্রতিটি সফরের ক্ষেত্রে তা পৃথকভাবে বিবেচনা করা হবে।

প্রথম মামলায় পরাজয়ের পর হ্যারি আপিল করেন। তার আইনজীবীরা বলেন, হ্যারিকে ‘অযৌক্তিক ও কম মানের’ নিরাপত্তা দিয়ে অন্যদের তুলনায় আলাদাভাবে বিবেচনা করা হয়েছে।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, হ্যারি ও মেগান নিউইয়র্ক সিটিতে পাপারাজ্জিদের দ্বারা বিপজ্জনক গাড়ি তাড়া ও আল-কায়েদার হুমকির মুখোমুখি হয়েছিলেন।

রায়টি ভবিষ্যতে প্রিন্স হ্যারি কতটা ঘনঘন যুক্তরাজ্যে আসতে পারবেন তা নির্ধারণ করে দিতে পারে। ১৯৯৭ সালে পাপারাজ্জিদের তাড়া খেয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তার মা প্রিন্সেস ডায়ান। এ বিষয়টি হ্যারিকে এখনও তাড়া করে বেড়ায়।

২০২৪ সালের শুরুতে হাই কোর্ট হ্যারির চ্যালেঞ্জ খারিজ করে বলে, সরকারের সিদ্ধান্ত আইনসঙ্গত ছিল। তবে পরে একজন বিচারক হ্যারিকে আপিল করার সুযোগ দেন।

সরকারের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন, হ্যারির নিরাপত্তা কমানোর সিদ্ধান্তের পেছনের কারণ হলো, তার রাজকীয় অবস্থানের পরিবর্তন ঘটেছে। তিনি এখন অধিকাংশ সময় দেশের বাইরে বসবাস করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০