ত্রিনিদাদ ও টোবাগোর নতুন প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার, ‘সাত প্রজন্মের জন্য’ সমৃদ্ধির অঙ্গীকার

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১০:১৩

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস): ত্রিনিদাদ ও টোবাগোর ইউনাইটেড ন্যাশনাল কংগ্রেস (ইউএনসি) দলের নেত্রী কমলা প্রসাদ-বিসেসার বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ‘সাত প্রজন্মের’ জন্য সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

পোর্ট অব স্পেন থেকে এএফপি জানায়, গত মাসের শেষদিকে অনুষ্ঠিত নির্বাচনে বিসেসারের নেতৃত্বাধীন মধ্যপন্থি দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্র বর্তমানে একদিকে যেমন অর্থনৈতিক মন্দায় ভুগছে, তেমনি বাড়ছে গ্যাং সহিংসতা।

প্রেসিডেন্ট ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে বিসেসার বলেন, ‘আমরা যেন শুধু পরবর্তী নির্বাচনে জয়ের জন্য নয়, বরং ভবিষ্যৎ সাত প্রজন্মের জন্য সম্পদ ও সুযোগ তৈরির লক্ষ্যে দেশ পরিচালনা করি—এমন পথেই আমাদের এগোতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা অতীতে বহু প্রধানমন্ত্রী পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। কিন্তু মনে রাখবেন—আপনাদের এতটা ভালোবাসা আর কোনো প্রধানমন্ত্রী দেবে না।’

৭৩ বছর বয়সী বিসেসার জানান, তাঁর পাঁচ বছর মেয়াদে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, দেশের পূর্ববর্তী নেতৃত্ব জনগণকে ‘ভুলে গিয়েছিল’ এবং এখন সময় এসেছে নতুন সূচনার।

মার্চ মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রতি ১ লাখে ৩৭টি হত্যা এই দেশকে ২০২৪ সালে বিশ্বের ষষ্ঠ বিপজ্জনকতম রাষ্ট্রে পরিণত করেছে।

প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ক্যারিবীয় অঞ্চলে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটি গ্যাস উৎপাদনের হ্রাসজনিত কারণে অর্থনৈতিক চাপেও রয়েছে।

উল্লেখ্য, বিসেসার ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক জ্বালানিমন্ত্রী ৫০ বছর বয়সী স্টুয়ার্ট ইয়ংয়ের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০